The Web This Blog

Thursday, February 14, 2008

খুব ধীরে ধীরে কম্পিউটার Shutdown হলে

অনেক সময় দেখা যায় কম্পিউটার Shutdown হতে অনেক সময় লাগে। Hardware software এর কারনে হতে পারে। যদি hardware এর কারনে হয়ে থাকে তাহলে RAM বাড়ালে এর সমাধান হতে পারে। যদি software এর কারনে হয়ে থাকে তাহলে নিম্নের সমাধান গুলো কাজে লাগতে পারে



সমাধান ১. Registry Editor ব্যবহার করে



Click Start > Run and type regedit

Navigate to the following key:

[HKLM\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management]



Set
ClearPageFileAtShutdown value to 0



সমাধান ২.Group Policy Editor ব্যবহার করে



Click Start, Run and type Secpol.msc

Click Local Policies > Security Options

Right-pane এ,
Shutdown: Clear virtual memory pagefile to Disabled set করতে হবে।



Happy Valentine’s Day

Happy Valentine’s Day to all…….


Tuesday, February 12, 2008

অনেক দিন পর

অনেক দিন পর আমার এই blog এর template এ কিছু পরিবর্তন করলাম। যারা আমার blog টা মাঝে মাঝে দেখেন তারা নিশ্চয় বুঝতে পারবেন। যারা নতুন তাদের জন্য বলছি পরিবর্তন টা হলো chatting box add ও অন্যান্ন কিছু পরিবর্তন।

Monday, February 11, 2008

Add or Remove Programs থেকে অকেজ Program গুলো মূছে ফেলা

অনেক সময় Add or Remove Programs থেকে বিভিন্ন Program uninstall করলেও তা সম্পূর্ন uninstall হয় না। এটা নানা কারনে হতে পারে। সম্পূর্ন uninstall করার জন্য আমাদের যা করতে হবে।

১. Click Start> Run then type regedit
২. HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall

Note:
এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি subkey কিন্তু installed করা Program এর represents করে। তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে। আমরা চাইলে Registry backup (link) রাখতে পারি।

১. এখন যে subkey delete করতে চাই তা Select করতে হবে।
২. তারপর Right-click on the subkey এবং choose Delete
৩. Registry Editor বন্ধ করে দিতে হবে।

The windows XP Registry backing up রাখা

নির্দিষ্ট branch of the registry backing up exporting দ্বারা।

Try this:

১. Click Start> Run.
২. regedit লিখে click OK
৩. তারপর নির্দিষ্ট locating এ যেতে হবে যা backup রাখতে চাই।
৪. File menu এ গিয়ে click Export.
৫. Save in box এ, select a location যেখানে file টা save করতে চাই ।
৬. File name box এ, file এর নাম লিখে click Save।

Friday, February 1, 2008

বাংলা spell checking on OpenOffice.org

আমি এটা test করেছি আসলেই কাজ হয়। মজার বেপার হলো এই প্রথম আমি অংকুর এর কোন software test করার সুজোগ পেলাম।

Installation
1. Download hunspell-bn-BD-0.02.tar.bz2
2. Extract and copy "bn_BD.*" (2) files from the archive into your {OpenOffice.org installed folder}\share\dict\ooo\
3. Open the "dictionary.lst" file with any text editor {OpenOffice.org installed folder}\share\dict\ooo\dictionary.lst
4. Add "DICT bn BD bn_BD" after "HYPH af NA hyph_af_ZA" line in the "dictionary.lst" file.
5. The edited "dictionary.lst" file (the bn_BD part) should look like:

------------------------
HYPH af ZA hyph_af_ZA
HYPH af NA hyph_af_ZA
DICT bn BD bn_BD
THES cs CZ th_cs_CZ_v2
HYPH da DK hyph_da_DK
---------------------------

6. When finished, restart OpenOffice.org and the OpenOffice.org QuickStarter - if it was running.

Configuration
1. Start OpenOffice.org Writer.
2. "Tools > Options > Language Settings > Writing Aids > Available language modules > OpenOffice.org Hunspell SpellChecker > Edit > Language > Bengali (Bangladesh) > Spelling > OpenOffice.org Hunspell SpellChecker" should be available or enabled.

Usage
1. Toggle your keyboard layout and start typing Bangla in unicode.
2. If you use "Bengali (India)" {probably if using Windows XP}, then you need to change the text locale to "Bengali (Bangladesh)" by:
* Select the texts
* Right click on it
* Click "Character..."
* Select "Bengali (Bangladesh)" (it should also have a little check ABC beside it) from the "CTL Font > Language" drop list.
* Press "OK"
* It should spell check and highlight the mis-spelled texts.
* Right click on the highlighted mis-spelled words, it will show the suggestions.

Troubleshooting
1. You can set/change the Bangla font of the Menu in Windows by following steps:
* "Rick click on the Desktop > Properties > Appearance > Advanced > Item: Menu > Font:"
* Select a Bangla unicode font
* Press "OK"
* Press "Apply"

মূল: http://www.ankur.org.bd/wiki/Draft#Bangla_spell_checking_on_OpenOffice.org_How-to

Show Desktop icon delete হয়ে গেলে

ভয়ের কিছু নাই............ যদি Show Desktop icon delete হয়ে যায়। নতুন করে তৈরী করা যায়। খুব সহজেই ফিরিয়ে আনা যাবে Show Desktop icon.

Desktop
একটি Notepad open করে নিম্নের line গুলো লিখতে হবে অথবা line গুলো copy করুন

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop

Notepad এ।এরপর Notepad টি Show Desktop.scf or New Desktop.scf নামে save করতে হবে। Quick Launch Toolbar এ drag করে নিয়ে আসুন এবং উপভোগ করুন...........