The Web This Blog

Sunday, May 30, 2010

Facebook Block in Bangladesh

গতকাল (২৯ মে ২০১০) বাসায় আনুমানিক রাত ৮ টার দিকে FaceBook ব্যবহার করতেছিলাম হটাৎ করে Facebook বন্ধ হয়ে গেলো। কি বিপদ................ FaceBook বন্ধ......

পরে খবরে জানতে পারলাম বিটিআরসি FaceBook বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এটাই তার নমুনা। বন্ধ করার মত অনেক সাইট আছে কিন্তু সরকারের তার দিকে নজর নাই।

যাই হোক আলোচনা তা না। সকালে অফিসে এসে কি ভাবে FaceBook ব্যবাহার করা যায় তার চেষ্টা করলাম। পেয়েও গেলাম TOR নামক একটা সফ্টওয়ার এর নাম। ভালো ভাবে কাজ ও করে।

এইখানে TOR কি ভাবে কাজ করে তা দেয়া আছে। Windows এর জন্য Download করে নেন।

আজই আপনার কম্পিউটার এ TOR install করে মনের আনন্দে FaceBook ব্যবহার করেন। একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে অবস্যই FireFox ব্যবহার করতে হবে।

Tuesday, May 25, 2010

Install pidgin in Fedora

পিজিন কি এবং কেনো ব্যবহার করি তা আজ নাইবা বললাম। Windows এর জন্য পিজিন নামিয়ে নিয়ে সেটআপ করলেই হলো। Fedora এর জন্য পিজিন নামিয়ে নিয়ে সেটআপ করতে পারেন। কিন্তু কমান্ডের মাধ্যমেও করা যায়।

যা করতে হবে....

১. Terminal ওপেন করতে হবে
* Applications -> System Tools -> and click on Terminal
২. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন
* [bappy@localhost ~]$ su -
Password:
* [root@localhost ~]# yum -y install pidgin
* [root@localhost ~]# wget http://rpm.pidgin.im/fedora/pidgin.repo -O /etc/yum.repos.d/pidgin.repo
* [root@localhost ~]# yum -y update
* [root@localhost ~]# yum -y install pidgin

এখন দেখুন আপনার পিজিন আর নতুন আরো চমকপ্রদ।