The Web This Blog

Thursday, June 24, 2010

Bed Rest For 20 days

গত ৩ জুন ২০১০ থেকে ২২ জুন ২০১০ (২০ দিন) বেড রেস্ট এ ছিলাম। ৩ জুন অফিস যাবার (সকাল ১০ টা) পথে বাস থেকে নেমে রাস্তা পার হতে যেয়ে ফুট পাতে বারি লেগে ফেটে গেলো পায়ের পাতা। প্রথমে মনে করলাম পা হয়ত মোচকে গেছে। আস্তে আস্তে ওভার ব্রিজ পার হলাম অফিসে ও গেলাম। তখন কিছুটা ব্যথ্যা থাকলেও কিছুক্ষণ পর ব্যথ্যা বাড়তে থাকে। দুপুর ২ টার দিকে মমিন ভাই-কে (অফিস সহকারী) সাথে করে বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসার দিকে রওনা হই।

সুত্রাপুর বাস থেকে নেমে ছোট ভাই কিশোর ও অশোক কে সাথে করে বাসায় আসি। পূর্ব পরিচিত অর্থপেডিক ডাঃ দুলাল দত্তকে দেখাতে গেলাম। পায়ের X-ray করালাম ডাঃ দেখে বললো প্রায় ২০ দিন রেস্টে থাকতে। পা প্লাস্টার করে দিলো। বলে দিলো বালিসের উপর পা রাখতে হবে।

কি আর করা দেখতে দেখতে ২০ দিন পার করলাম। পুরাপুরি হাটার জন্য আরো কয়েক দিন সময় লাগবে। সবচেয়ে কষ্ট লাগতো খাবার খেতে ও বাহ্যিক কাজে যাবার সময়।