Friday, December 28, 2007
Internet Explorer title পরিবর্তন
এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main এ যেতে হবে। এবার নতুন একটি String Value (Edit > New > String Value) নিয়ে এর নাম দিতে হবে Window Title| এবার Window Title খুলে (দুইবার click করে) Value Date অংশে (Bappy’s Internet Explorer) বা পছন্দের নাম দিয়ে ok। এবার ইন্টারনেট এক্সপ্লোরার খুলে টাইটেল পরির্বতন লক্ষ্য করে দেখ।
Thursday, December 27, 2007
ওয়ার্ডে শর্টকাট কী পরিবর্তন
অনেক সময় একটা ডকুমেন্ট টাইপ করার সময় বিভিন্ন অংশে বিভিন্ন লিপি বা ফন্ট বারবার ব্যবহার করতে হচ্ছে। এখন যদি টাইপ করার সময়ই যথাযথ ফন্ট ব্যবহার করতে চাই, তাহলে বারবার ফন্ট সিলেক্ট করতে হবে, যা কিছুটা বিরক্তিকর মনে হতে পারে। এক্ষেত্রে এই ফন্টের জন্য শর্টকাট কী নির্ধারণ করা যায়, তাহলে মাউজ না ধরে শুধু শর্টকাট কী প্রেস করেই ফন্ট পরিবর্তন করা যাবে। ফলে অনেক পরিশ্রম বেঁচে যাবে।
মনে করি, Signature ফন্টের জন্য Ctrl + Alt + B , Arial ফন্টের জন্য Ctrl + Alt + A এবং আপনা Arabic Transparent ফন্টের জন্য Ctrl + Alt + P শর্টকাট কী গুলো নির্ধারণ করতে চাই। এজন্য প্রথমে Tools মেনু থেকে Customize আইটেমে ক্লিক করতে হবে। প্রাপ্ত কাস্টোমাইজ ডায়ালগ বক্সে থেকে Keyboard >Categories>Font সিলেক্ট করতে হবে। এরফলে পাশের Fonts লিস্টবক্সে কম্পিউটারে ইনস্টল করা সবগুলো ফন্টের তালিকা দেখা যাবে। এখান থেকে Signature সিলেক্ট করতে হবে। এবার Press new shortcut key টেক্সট বক্সে কার্সর রেখে Ctrl + Alt + B প্রেস করে Assign বাটনে ক্লিক করতে হবে। একই ভাবে অন্য দুটি ফন্টের জন্যও শর্টকাট কী অ্যাসাইন করে Close বাটনে ক্লিক করে মূল ওয়ার্ড উইন্ডোতে ফিরে আসতে হবে।
এবার Ctrl + Alt + B ক্লিক করে কোনকিছু টাইপ করলে দেখা যাবে তা Signature ফন্টে টাইপ হচ্ছে। এবার টাইপ করা অংশটি সিলেক্ট করে Ctrl + Alt + A প্রেস করলে তা Arial ফন্টে প্রদর্শিত হচ্ছে। আবার Ctrl + Alt + P প্রেস করলে তা Arabic Transparent হয়ে গেছে। এই একই পদ্ধতি অনুসরণ করে ওয়ার্ডের ডিফল্ট শর্টকাট কী গুলোও পরিবর্তন করা যায় ।
Wednesday, December 19, 2007
প্রথম বছর
কি ভাবে যে ১ টি বছর কেটে গেল আমি বুঝতে পারি নাই। আমার জন্য আর্শিবাদ করবেন।
Friday, December 14, 2007
Hide & Show the control panel item
প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Control Panel\don't load যেতে হবে। এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে intl.cpl নামে নতুন একটি স্ট্রিং তৈরি করে এর ভ্যালু হিসেবে No লিথতে হবে। এবার এডিটর বন্ধ করে এসে কন্ট্রোল প্যানেল রিফ্রেশ করলে দেখা যাবে Regional and Language Options আইটেমটি আর দেখা যাচ্ছে না।
এই পদ্ধতি ব্যবহার করে আমরা অন্যান্য আইটেমগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যান্য আইটেমের জন্য নিম্নলিখিত নামগুলো ব্যবহার করতে হবে :
Accessibility Options - access.cpl
Add Hardware - hdwwiz.cpl
Add or Remove Programs - appwiz.cpl
Data Sources (ODBC) - odbccp32.cpl
Date and Time - timedate.cpl
Display - desk.cpl
Game Controllers - joy.cpl
Internet Options - inetcpl.cpl
Keyboard - main.cpl
Mail - mlcfg32.cpl
Mouse - main.cpl
Network Connections - ncpa.cpl
Phone and Modem Options - telephon.cpl
Power Options - powercfg.cpl
Regional and Language Options - intl.cpl
Scanners and Cameras - sticpl.cpl
Sounds and Audio Devices - mmsys.cpl
Speech - sapi.cpl
System - sysdm.cpl
User Accounts - nusrmgr.cpl
একবার লুকানোর পর যদি আবার কখনো কোন আইটেম প্রদর্শন করতে হয়, তাহলে স্ট্রিংটার ভ্যালু পরিবর্তন করে Yes লিখে দিলেই হবে। এতে যদি কাজ না হয়, তাহলে স্ট্রিংটা ডিলিট করে দিতে হবে।
এই পদ্ধতিটা মূলত উইন্ডোজ NT/2000/XP এর জন্য। যদি উইন্ডোজ 95/98/ME হয় তবে তার সম্ভাবনা খুবই কম, এর জন্য আরও সহজ পদ্ধতি আছে। C:\WINDOWS এ গিয়ে CONTROL.INI ফাইলটা ওপেন করে এর [don't load] লাইনটির নিচে প্রতিটা আইটেমের জন্য item.cpl=no লিথলে হবে। (উদা: access.cpl=no). যদি [don't load] লেখা না থাকে, তবে সেটা নিজেই লিখে নিতে হবে।
Tuesday, December 11, 2007
ওয়ার্ডের ডিফল্ট ডিকশনারিট
আমরা যখন কোন নতুন শব্দ ওয়ার্ডের ডিকশনারিতে যুক্ত করি, তখন সেটা কাস্টম ডিকশনারি নামে একটা ফাইলে সংরক্ষিত হয়। এই ফাইলটি সাধারণত নিম্নোক্ত ঠিকানায় থাকে : C:\Documents and Settings\user\Application Data\Microsoft\Proof\CUSTOM.DIC। এখানে user হল আমার ইউজার নেম। ইউজার নেম ব্যবহার করতে হবে। এখন যেকেও যদি কম্পিউটার পরিবর্তন করেও পূর্বের কম্পিউটারে যোগকৃত শব্দগুলোকে নতুন কম্পিউটারের ডিকশনারিতে যুক্ত দেখতে চায়, তাহলে প্রথম কম্পিউটার থেকে উক্ত ফাইলটি কপি করে দ্বিতীয় কম্পিউটারে নিয়ে সেখানে অবস্থিত ফাইলটিকে রিপ্লেস করে দিলেই হলো।
Monday, December 10, 2007
একাধিক Text ফাইলকে একটা ফাইলে রুপান্তর করা
copy/b Dhaka.txt+ Faridpur.txt +Khulna.txt Bangladesh.txt
অথবা,
copy/b *.txt Bangladesh.txt (তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।)
ড্রাইভের আইকন পরিবর্তন
১. যে ড্রইভের আইকন পরিবর্তন করবেন সেই ড্রইভে একটি আইকন ফাইল open করতে হবে । (ধরি আইকন ফাইলটির নাম Test.ico)
২.এখন Notepad খুলে লিখতে হবে
[Autorun]
icon=Rita.ico
৩. এখন যে ড্রইভের আইকন পরিবর্তন করবো সেই ড্রাইভে Autorun.inf নামে Notepad এর ফাইলটি সেভ করি।
কম্পিউটার Restart দিই।
Friday, December 7, 2007
Thanks to NogoDformE.com
আজ ২ দিন যাবত একটা লেপটোপ কাজ করতে হলো। HP Pavilion DV6500T এতে Windowsধন্যবাদ http://www.nogodforme.com/HPDV6500T.htm কারন এই সাইট না থাকলে
Vista install করা ছিল কিন্তু যে কারনেই হোক এতে Windows XP install করতে হয়।
বিপদ ঘটলো যখন এর driver গুলো পাচ্ছিল না।
কি ভাবে যে driver install করতাম জানি না।
Tuesday, December 4, 2007
একটা মজার টিপস............
ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করা মোটেই কোন কঠিন ব্যাপার না। শুধু সাধারণ একটা ফোল্ডার তৈরি করে তাকে বিশেষ একটা নামে রিনেম করে দিলেই হবে। মজার ব্যাপার হচ্ছে, এভাবে যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করবেন, তার আইকনে কোন শরর্টকাট অ্যারো থাকবে না। সেটা দেখতে হুবহু মূল ফোল্ডারটার মতোই হবে।
মনে করুন আপনি আপনার ডেস্কটপে কন্ট্রোল প্যানেল তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন ।নিচে কয়েকটি বিশেষ ফোল্ডারের জন্য কি নাম লিখতে হবে তা দেওয়া হল -
কন্ট্রোল প্যানেল - Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
রিসাইকেল বিন - Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার - Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
মাই নেটওয়ার্ক প্লেস - My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ফোল্ডার অপশনস - Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
প্রিন্টার ও ফ্যাক্স - Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা - Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
টাস্কবার ও স্টার্ট মেনু - Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
সার্চ রেজাল্ট - Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}