ইন্টারনেটে খুজতে খুজতে পেয়ে গেলাম বিশ্বের সবচেয়ে দামি বাড়ী সন্ধান। বেশি ভালো লাগলো এটা আমাদের পাশের দেশ ভারতে অবস্থিত দেখে। Mukesh Ambani নামক একজন ব্যবসায়ী এর মালিক। বাড়ির নাম দেওয়া হয়েছে Antilla। ২৭ তলা এই ভবনের খরচ পরছে $1 Billion। দীর্ঘ দিন টিকে থাকুক এমন সৃষ্টি।
Thursday, November 20, 2008
World most expensive houses
নতুন রূপে Gmail
Official Gmail Blog: Spice up your inbox with colors and themes
সুফিয়া কামাল স্বরনে
১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্ম গ্রহন করেন সুফিয়া কামাল।প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশী না থাকলেও স্ব-শিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি।১৯৯৯ সালে ৮৮ বৎসর বয়সে মারা যান সুফিয়া কামাল।
নবম মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই শ্রদ্ধা আর ভালোবাসা।
Thursday, November 13, 2008
Microsoft Word Tips
যারা কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করে তাদের অনেক সময় এক সাথে অনেকগুলো Word ফাইল নিয়ে কাজ করতে হতে পারে। বিশেষ করে যদি ফাইলগুলো একসাথে সম্পাদন (edit) করতে হয় তখন সময় বাচাতে এক সাথে সব ফাইল সংরক্ষন করবেন কিভাবে?
খুব সহজ.....
সাধারনত File Menu গিয়ে আমরা Save এ Click করি। এখন যা করতে Shift চেপে ধরে File Menu থেকে আমরা Save All এ Click করবো। দেখবেন একসাথে সব ফাইল সংরক্ষন হয়ে যাবে। বেচে গেলো আপনার সময়। তারপর মনের আনন্দে অন্য কাজ করুন না হয় আমার মত গান শুনুন।
Wednesday, November 12, 2008
Download problem of Internet Explorer
আমার কম্পিউটারে Internet Explorer ব্যবহার করে কেও কোন File Download করতে পারবেনা। আপনার কম্পিউটারও তা করতে পারেন খুব সহজে।
যা করতে হবেঃ
Internet Explorer > Properties > Security > Custom Level > Downloads > File download than Click Disable
Tuesday, November 11, 2008
Store Folder of Outlook Express
Mail গুলো সাধারনত লুকায়িত অবস্থায় সংরক্ষিত থাকে। আমরা এই পথে Store Folder টি পেতে পারি।
“C:\Documents and Settings\User_Name\Local Settings\Application Data\Identities\{999A8EC7-A071-4D74-A05D-DA332262A4D0}\Microsoft\Outlook Express”
Store Folder এর Location টি পরিবর্তন করে আমরা অন্য যেকোন Drive এ রাখতে পারি।
তাই Store Folder টি কোখায় আছে আমরা Outlook Express open করে
“Tools > Options.. > Maintenances > Store Folder…” এই ভাবে জানতে পারি।
Store Folder open করে আমাদের সুবিধা মত অন্য কোথাও সংরক্ষন করতে পারি। নতুন Windows Setup করে Store Folder এ Copy করা File গুলো Paste করে দিলেই হলো। সব আগের মতো।
মার পূঁজা ১৪১৫
Tuesday, November 4, 2008
১০০ তম লেখা
এক টা দুই টা করে কিভাবে আজ ১০০ তম লেখা হয়ে গেলো। যারা আমার এই খুদ্র প্রয়াস এর সাথে ছিলেন সবাইকে সুভেচ্ছা।
Monday, November 3, 2008
Mozilla FireFox এর Add-ons
Mozilla -এর Add-ons সর্ম্পকে নতুন করে বলার কিছু নাই। সবাই কিছু না কিছু না Add-ons ব্যবহার করে থাকি। অনেক বাংল ওয়েব সাইট Mozilla এয় ভাল আসে না। বাংলা লেখা গুলো দেখতে অসুবিধায় পরতে হয়। IE Tab নামক Add-ons install করে এই সম্যস্যা থেকে মুক্তি পেতে পারি। Add-ons টি download করে FireFox দিয়ে open করুন। FireFox restart দিয়ে নিন একবার। এখন যে ওয়েব সাইটটি দেখতে অসুবিধা হচ্ছে তা IE Tab দিয়ে open করুন। হয়ে গেলো সমাধান।
Image: 1
Image: 2
Image: 3
Image: 4