
ইন্টারনেটে খুজতে খুজতে পেয়ে গেলাম বিশ্বের সবচেয়ে দামি বাড়ী সন্ধান। বেশি ভালো লাগলো এটা আমাদের পাশের দেশ ভারতে অবস্থিত দেখে। Mukesh Ambani নামক একজন ব্যবসায়ী এর মালিক। বাড়ির নাম দেওয়া হয়েছে Antilla। ২৭ তলা এই ভবনের খরচ পরছে $1 Billion। দীর্ঘ দিন টিকে থাকুক এমন সৃষ্টি।