যারা আমার মত
Pidgin ব্যবহার করবেন এবং তা বাংলায় তাহলে এই লেখাটা তাদের জন্য।
Windows-এ কিভাবে তা করা যায় আজ তাই শিক্ষবো
..........
১
.
Windowsএর
Environment Variable-র পরিবর্তন
...........
*
My Computer > Properties > (System Properties) Advanced > Environment Variables > System Variables > New
এখন Variable name ঘরটিতে লিখতে হবে PIDGINLANG এবং Variable value ঘরটিতে লিখতে হবে bn_bd ।
তারপর
OK ক্লিক করে বের হয়ে আসতে হবে।
যখন
Environment Variable হিসেবে বাংলা দেয়া হলো তখন পিজিন শুরু হবার সময় উইন্ডোজ বাংলাকে পিজিনের প্রাথমিক ভাষা হিসেবে দেখাবে।
Font
পরিবর্তন করা
.......
* Desktop > (Right Click) Properties > Display Properties > Appearance
এখন
Item মেনু থেকে
Active Title Bar, Icon, Inactive, Title Bar, Menu, Message Box, Palette Title, Selected Items এবং
ToolTip একে একে সবগুলোকে পর্যায়ক্রমে নির্বাচন করে
Font”Mukti” অথবা “
SolaimanLipi” নির্বাচন করতে হবে।
তারপর
OK ক্লিক করে বের হয়ে আসতে হবে।
Pidgin কে
Restart করতে হবে। অনেক ক্ষেত্রে
Windows কে
Restart করতে হবে। এখন
Pidgin বাংলায় ব্যবহার করে দেখ
..........