অফিস থেকে গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার ভ্রমন করে আসলাম। আমরা ১২ জনের একটা দল ছিলাম । ১১ তারিখ রাতে আমরা ঢাকা থেকে শাহ্ বাহাদুর লাইন্স বাসে রওনা হই রাত ১১:৪৫ মিনিটে। কক্সবাজার যখন পৌছাই তখন সকাল প্রায় ১০ টা ।
আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিলো না তাই হোটেল খুজে পেতে পেতে কিছুটা সময় কেটে গেলো।
১ম দিন:
সকালে নাস্তা করে সবাই সাগর পাড়ে গেলাম স্নান / গোসল শেষ করে আবার হোটেল। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ ঘুম দিলাম । তারপর বার্মিজ মার্কেট ঘুরা ঘুরি করি কলাতলি মোড়। কলাতলি মোড়ে রাতে সময় কটানোর জন্য উপযুক্ত একটি স্থান। যদি পাশে প্রেয়শি থাকে তাহলো সময় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। তারপর রাতের খাবার শেষ করে ঘুম।
২ য় দিন:
ভোরে সাগরে স্নান দিয়ে দিন শুরু করলাম। তারপর সকালের নাস্তা করে মহেশখালি গেলাম আদিনাথ মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে।
আদিনাথ মন্দির টা পাহাড়ের চূড়ায়। সিড়ি বেড়ে উঠলাম মন্দির ঘুরলাম। ভালো লাগলো “শ্রী শ্রীঠাকুর”এর ছবি দেখে। রিক্সায় বৌদ্ধ মন্দির ঘুরে চলে আসলাম কক্সবাজার।
দুপুরের খাবার শেষ করে হীমছড়ি ও ইনানী বীচ এর উদ্দেস্যে রওনা হলাম। হীমছড়ি তে পাহাড় ও ঝরনা দেখে মন পুলকিতো হলো।
পাহাড়ের উপর থেকে সাগর দেখার অনুভতি লিখে বুঝানো যাবেনা। চাদের গাড়ি নামোক বাহনে যখন যাচ্ছিলাম তখন বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর। এযেনো এক টিকিটে দুই ছবি দেখার মতো। ইনানী বীচ আমার কাছে সেন্টমার্টিনের ছোট বোন মনে হচ্ছিলো। ইনানী বীচ -এ সূর্যাস্ত দেথে হোটেলে ফিরে আসা। হাত মুখ ধুয়ে বের হয়ে গেলাম বার্মিজ মার্কেটে কিছুটা কেনা কাটা পর্ব শেষ কারলাম। রাতের খাবার খেয়ে হটেলে ফিরে ব্যগ গুছালাম।
পরেরদিন সকাল ১১:৪৫ মিনিটের সোহাগ পরিবহন এর টিকাট ছিলো ঢাকার উদ্দেস্যে রওনা হই। তারপর সবাই যার যার বাসায় …........
আবার কর্ম ব্যস্ত জীবন।
(Photo)
Monday, March 15, 2010
কক্সবাজার ভ্রমন ২০১০
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Posts (Atom)