The Web This Blog
Bangladeshi Time - 6:07:10 AM - Saturday, April 5, 2025

Tuesday, April 20, 2010

চাকরি জীবন

সেই কবে থেকে আমার চাকরি জীবন শুরু হয়েছে সঠিক দিন তারিখ মনে নাই। ‌যতটুকু মনে আছে তাতে সেই ১৯৯৮ সাল থেকে প্রথম উপার্যন শুরু।

১ম. ১৯৯৮ সালে এসএসসি পরিক্ষা শেষ করে "শিক্ষকতা" শুরু। শিক্ষক হিসাবে আমার বেশ সুনাম আছে (ছাত্রী দের কাছে)। যদিও আমি ছাত্র দিয়ে শুরু কিন্তু ছাত্রী বেশী পড়ানো হয়েছে।

২য়. বিবিএস ফাইনাল বর্ষে পড়া কালিন সময়ে আমি ২য় চাকরি যোগদান করি। সনটা ২০০৪ এর সেপ্টেমবর হবে। "ইনফোবেজ লিঃ" এখানে ২০০৫ এর মে প্রর্যন্ত চাকরি করি।

ইনফোবেজ লিঃ ছাড়ার পর বেশ কিছু দিন বেকার ছিলাম। তখন আবার শিক্ষকতা ….................

৩য়. ২০০৬ এর এপ্রিল-এ যোগ দিলাম "পি. এন. কম্পোজিট"। গাজিপূরের কোনাবাড়ি অবস্থিত এটি একটি নীট গারমেন্টস। ডিসেম্বর প্রর্যন্ত করলাম ল্যাবরটোরি বিভাগে।

৪র্থ. ২০০৭ এর জানুয়ারি তে "টাইগার আটি বিডি লিঃ" তে যোগ দিলাম । থাকলাম ২০০৯ এর এপ্রিল প্রর্যন্ত ।

৫ম. ২০০৯ এর মে মাসে যোগদান করি "অঙ্কুর" এ। এখনও আছি ….....................

৬ষ্ঠ. ????????????????????????????????