The Web This Blog
Bangladeshi Time - 4:06:23 AM - Saturday, April 5, 2025

Sunday, June 12, 2011

How to block a particular website on my computer?

অনেকের বাসাতে কম্পিউটার তার ছোট ভাই বোনেরা ব্যবহার করেন থাকে। সেক্ষেত্রে তারা যাতে ক্ষতিকারক কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে উচিৎ।

যদি ISP (Internet Service Provider) সাইট লক করে না রাখে তা হলে সব সাইটই দেখতে পারবে। তবে খুব সহজেই আমরা চাইলে নিজস্ব কম্পিউটার থেকেও এটা বন্ধ করে দিতে পারি।

যা করতে হবেঃ-

১। Run এ গিয়ে (Start > Run) C:\Windows\System32\drivers\etc টাইপ করতে হবে।

২। Hosts ফাইলটি Notepad এ খুলতে হবে।Align Left

৩। ছবির মত করে লিখতে হবে।

127.0.0.1 www.facebook.com

127.0.0.1 www.youtube.com

৪। এখন ব্রাউজার খুলে এ সাইট দুটি আর ব্রাউজ হবেনা। লাইন দুটি মুছে দিলে আবার আগের মত স্বাভাবিক।