যদি ISP (Internet Service Provider) সাইট লক করে না রাখে তা হলে সব সাইটই দেখতে পারবে। তবে খুব সহজেই আমরা চাইলে নিজস্ব কম্পিউটার থেকেও এটা বন্ধ করে দিতে পারি।
যা করতে হবেঃ-
১। Run এ গিয়ে (Start > Run) C:\Windows\System32\drivers\etc টাইপ করতে হবে।
২। Hosts ফাইলটি Notepad এ খুলতে হবে।
৩। ছবির মত করে লিখতে হবে।
127.0.0.1 www.facebook.com
127.0.0.1 www.youtube.com
৪। এখন ব্রাউজার খুলে এ সাইট দুটি আর ব্রাউজ হবেনা। লাইন দুটি মুছে দিলে আবার আগের মত স্বাভাবিক।