আমার ব্লগ লেখা শুরু সেই ২০০৭ থেকে। গত কয়েক মাস যাবৎ ভাবছি নিজের একটা ওয়েবসাইট করবো। কিন্তু নানান ব্যস্ততার কারনে আজ করি - কাল করি করে করা হয়ে উঠছে না। মে'২০১১ মাসে চাকরি থেকে ইস্তফা দেবার পর মাথায় আরেকবার এই ভূতটা মাথা চাড়া দিয়ে উঠলো।
সেই ফেব্রুয়ারিতেই D Solution নামটি ঢাকা সিটি করপোরেশন থেকে নিজের নামে ট্রেড লাইসেন্স করে রেখেছিলাম। নামটি নির্বচন করার আগে আরো ২ টি নাম ঠিক করেছিলাম ক) Devgon Solution খ) Digital Solution। সবশেষে আসলো D Solution।
গত ২৬ জুন, ২০১১ তারিখ পুর্ব পরিচিত প্রতিষ্ঠান থেকে ডমেইন
(Domain) রেজিস্ট্রেশন করলাম। প্রথমে ভেবেছিলাম নিজের প্রতিষ্ঠানের নামেই করি D Solution। কিন্তু dsolution.com নামটি না পাওয়ায় কিনতে হলো dsolutionbd.com।
প্রথম থেকেই ঠিক করে ছিলাম হোস্টিং (Hosting) কিছুদিন পরে করবো। তাই এখন ফ্রী হোস্টিং এ সাইটটি আপ করা আছে। এখন ভালো করে সাইটটি ডিজাইন করে তারপর হোস্টিং করবো।