The Web This Blog

Friday, July 1, 2011

History of my website (www.dsolutionbd.com)

আমার ব্লগ লেখা শুরু সেই ২০০৭ থেকে। গত কয়েক মাস যাবৎ ভাবছি নিজের একটা ওয়েবসাইট করবো। কিন্তু নানান ব্যস্ততার কারনে আজ করি - কাল করি করে করা হয়ে উঠছে না। মে'২০১১ মাসে চাকরি থেকে ইস্তফা দেবার পর মাথায় আরেকবার এই ভূতটা মাথা চাড়া দিয়ে উঠলো।

সেই ফেব্রুয়ারিতেই D Solution নামটি ঢাকা সিটি করপোরেশন থেকে নিজের নামে ট্রেড লাইসেন্স করে রেখেছিলাম। নামটি নির্বচন করার আগে আরো ২ টি নাম ঠিক করেছিলাম ক) Devgon Solution ) Digital Solution। সবশেষে আসলো D Solution

গত ২৬ জুন, ২০১১ তারিখ পুর্ব পরিচিত প্রতিষ্ঠান থেকে ডমেইন
(Domain) রেজিস্ট্রেশন করলাম। প্রথমে ভেবেছিলাম নিজের প্রতিষ্ঠানের নামেই করি D Solution। কিন্তু dsolution.com নামটি না পাওয়ায় কিনতে হলো dsolutionbd.com
প্রথম থেকেই ঠিক করে ছিলাম হোস্টিং (Hosting) কিছুদিন পরে করবো। তাই এখন ফ্রী হোস্টিং এ সাইটটি আপ করা আছে। এখন ভালো করে সাইটটি ডিজাইন করে তারপর হোস্টিং করবো।