The Web This Blog

Tuesday, August 13, 2024

আহ্বান-ধ্বনি (শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র)


০১। বন্দে পুরুষোত্তমম্!

০২। আর্য্যস্থান -- পিতৃস্থান

       উচ্চ সবার -- পূর্য্যমান।

০৩। অমর রহুক -- আর্য্যবাদ

       জাগুক উঠুক -- আর্য্যজাত।

০৪। ফুলিয়ে তোল -- দুলিয়ে তোল

       তাথৈ তালে -- আর্য্য-রোল।

০৫। অন্যে বাঁচায় -- নিজে থাকে

       ধর্ম্ম ব'লে -- জানিস্ তাকে।

০৬। ধর্ম্মে সবাই -- বাঁচে বাড়ে

       সম্প্রদায়টা -- ধর্ম না রে।

০৭। ধর্ম্মে জীবন -- দীপ্ত রয়  

       ধর্ম্ম জানিস -- একই হয়।

০৮। সমান বিয়ের -- সাম্য ধাঁজ

       অনুলোমে -- বাড়ায় ঝাঁজ।

০৯। পুরুষের বিয়ে -- উচ্চ ঘরে

       বাড়ে আপদ -- বংশ মরে।

১০। নিম্ন বর্ণে -- নারীর রতি

      এর বাড়া নেই -- ঘৃণ্য গতি।

১১। মুখে জানে -- ব্যবহারে নাই

      সেই শিক্ষার -- মুখে ছাই।

১২। অভ্যাস ব্যবহার -- ভাল যত

      শিক্ষাও তার -- জানিস্ তত।

১৩। শিক্ষকের নাই -- ইষ্টে টান

       কে জাগাবে -- ছাত্রপ্রাণ।

১৪। শিক্ষাগুরু থাক না অনেক

          শিখো যেমন পার,

       ইষ্টগুরু একই কিন্তু

নিষ্ঠা সহ ধর।

১৫। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন

জীবন ভূমির পারে ওপারে,

      আপন ক'রে নে তাঁরে তুই

কর্ম্ম আচার ব্যবহারে।

১৬। পয়সা নিয়ে ইষ্ট সেবা

পালন করতে পরিবার,

      বোধ বিদ্যা নিকাশেই ধায়

ব্যর্থ জীবন হয়ই তার।

১৭। দেব-দেবতা হাজার ধরিস্

আচার্য্য যা'র ইষ্ট নয়,

       স্পষ্টতর বুঝে রাখিস্

জীবন চলায় নেহাৎ ভয়।

১৮। ইষ্টনিষ্ঠায় ভাঙ্গন ধরায়

এমন সঙ্গই অসৎ বলে,

       ঊর্জ্জী পরাক্রমে নিরোধ

ক'রবি তা'দের অবহেলে।

১৯। নিষ্ঠা-প্রীতি দ্বৈধ হ'লে

রয়না বুকে কিছু,

      স্বার্থলুব্ধ হয়ই তারা

ঘোরেই তাহার পিছু।

২০। (যারা) স্বার্থ-সেবী হীন বুদ্ধি

ইষ্টনিষ্ঠ হয়না তা'রা,

       অশ্রেয়কেই ভজন করে

বোধ ও কৃতি শ্রেয় হারা।

২১। নিষ্ঠা মানেই লেগে থাকা

ইষ্টসত্তায় নিরন্তর,

       ভাঙ্গাচোরা হয় যেমনটি যার

জানিস্ সেজন তেমন ইতর।

২২। আচার্য্যগুরু, ইষ্ট যিনি

ত্যাজ্য ননকো তিনি কখন,--

       ত্যাজ্য হ'লে হয় না সার্থক

ব্যক্তিত্বতে তার জীবন।

২৩। আচার্য্যগুরু নন্ তো ত্যাজ্য

ভরজীবনে তিনি,

       সারা জীবনেই সাধতে হবে

তাঁহার নিদেশ বাণী।

২৪। বেত্তা যিনি তিনিই আচার্য্য

অন্য যা' সব বিশেষ,

       বিশেষ জেনে নির্ব্বিশেষে

হয়ে থাকেন অশেষ।

২৫। আচার্য্য ছেড়ে আচার্য্য ধরলি

মূর্খতাতে দিলি পা,

       জ্ঞানের বুকে মারলি ছুরি

লাভ হ'লো তোর ধৃষ্টতা।

২৬। টলায়মান যাদের নিষ্ঠা

বোধও তাদের তেমনি,

       অসৎকে তারা সৎই ভাবে

সৎকে উল্টো সেমনি।

২৭। ভণ্ড-ঠগী দেখবে যেথায়

ক'রো সামাল সবায়,

       কেউ যেন না ঠকে পড়ে

এদের ভাঁওতায়।

২৮। ব্যাহত যার মানসদীপ্তি

বিকৃত যা'র চলন,

       ইষ্টাসনে সদ্গুরু ছাড়া

হয় কি শিষ্ট মন?

২৯। বেত্তা পুরুষ মূর্ত যিনি

ধরেন ধৃতি প্রীতি দিয়ে,

       আচার্য্যত্বে উদ্ভাসিত

পুরুষোত্তম আসেন হয়ে।

৩০। সদ্গুরুই তো আচার্য্যগুরু

কৃতিতপে জানেন যিনি,

       কৃতিতপী সার্থকতায়

বিভূতি ঐ কৃতি তিনি।

৩১। ইষ্টার্থটির ব্যতিক্রম যা'

যতই মহান যেমন বলুক,

      ধরবি নেকো করবি নিরোধ

অসৎ-আপদ যাই আসুক।

৩২। ইষ্টপূরণ নয়কো বড়

আপোষ রফায় ভ্রষ্টগতি,

       নিশ্চয় জেনো অন্ধবধির

ধরেই তারে ক্রুর নিয়তি।

৩৩। ইষ্টাদর্শে পায়ে দ'লে

যেই গোলামী ভ'জে,

       জীবন পথে অনেক কাঁটা

লোভে বংশ মজে।

৩৪। সত্যিকার আদর্শ যিনি

সদ্গুরুও তিনি,

       বেফাঁস লোকে বিভেদ দেখে

বাস্তবে না চিনি।

৩৫। নিষ্ঠা ভাঙ্গা ঋত্বিক হ'লে

দীক্ষা তাহার ব্যর্থ,

       প্রবৃত্তিই তাদের স্বার্থ হ'য়ে

খুঁজে বেড়ায় অর্থ।

৩৬। দীক্ষা নিলে জানিস মনে

ইষ্টভৃতি করতেই হয়,

       ইষ্টভৃতি বিহীন দীক্ষা

কভু কিরে চেতন রয়?

৩৭। যা' ক'রেই বেড়াস না তুই

ভাবনা কি রে তোর,

       স্বস্ত্যয়নীর পাঁচটি নীতি

পালিস জীবন ভোর।

৩৮। অঘমর্যী যজ্ঞ ক'রে

পাতিত্য সব পুড়িয়ে দে,

       সপ্তার্চ্চিকে বরণ ক'রে

পঞ্চবর্হির স্মরণ নে।

৩৯। করেছ কি হবেই বা কি

যা' করেছ, হয়েছ,

       সুখ-সুবিধা অসুখ-বিসুখ

তেমনতরই পেয়েছ।

৪০। গুরুর কাছে দীক্ষা নিয়ে

ভাবছ মনে সবই হ'ল,

       তা' নয় কিন্তু তা' তো নয়ই

নিষ্ঠা সহ যদি না পাল।

৪১। শঙ্খচক্রী -- আজও নারায়ণ

       ধর্মস্থাপনে -- জনম লন।

 

 

বন্দে আর্য্যপিতৃন্! বন্দে মাতৃবর্গান্!

বন্দেহহং কৃষ্টিদৈবতান্!

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রজী কি জয়!

বন্দে পুরুষোত্তমম্!

R K Sharkar Bappy

Print by: bappria.com

01842-795563