The Web This Blog
Bangladeshi Time - 1:15:49 PM - Sunday, April 6, 2025

Tuesday, September 25, 2007

The first day of TigerIT

TigerIT তে আমার প্রথম দিন, সবটুকু মনে নাই..... যতটুকু আছে.......

“BASIS Software Exhibition’05” এর গাইঠ বই ছিল। সেখান থেকে সংগ্রহ করা। বড়মগবাজার এ অফিস। আসলাম মগবাজার মজার ব্যপার হলো যাকে অফিসের নাম দেখাই কেও তা বলতে পারে না। অনেক খুজা খুজা করে পেলাম।


তখন জানতাম না যে শনিবার ও রবিরাব অফিস বদ্ধ থাকে। ভুল করে রবিবার চলে এসেছি। অফিসে এসে পেয়ে গেলাম সুজন ভাই কে। আমি যখন আসি তখন বাইরে হালকা বৃষ্টি ছিলো। কিছুটা ভিজে অফিসে ঠুকলাম। সুজন ভাই এর সাথে কথা বলে সেদিনের মত চলে গিয়েছেলাম।

No comments:

Post a Comment