The Web This Blog
Bangladeshi Time - 1:01:59 PM - Saturday, April 12, 2025

Tuesday, January 8, 2008

অনেক দিন পর.......

আমি বড় সাধাসিধা একটা ছেলে। ছোট বেলা থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার বাবা আমাকে সবার সাথে মিশতে দিতেন না। আমি আমাদের পরিবারের মধ্যে একমাত্র বড় ছেলে। বোধ হয় সেজন্যই সবাই সবচেয়ে আদর করে।

তা যাই হোক যা বলছিলাম, আমি সবসময় নিউট্রাল। মানে হচ্ছে কারো আগেও নেই, কারো পিছেও নেই। আমি কথাও কম বলি। এজন্য আমার পরিবারের অনেকে আমাকে পছন্দ করেনা। আমি একটা জিনিস সবসময় অপছন্দ করি তা হলো, কেউ বিনা কারনে আমার সাথে খারাপ ব্যবহার করলে।

গতকাল facebook থেকে একটি মেয়ের সাথে পরিচয় হলো। নাম R…. S……
এই প্রথম কোনো অপরিচিত মেয়ের সাথে facebook e chatting করলাম। এটা আমার জিবনের প্রথম long time chatting.

No comments:

Post a Comment