The Web This Blog

Wednesday, April 23, 2008

Birthday of Tiger IT Bangladesh Ltd.

অনেক দিন যাবত কিছু লেখা হচ্ছে না। গতকাল ছিল আমাদের অফিসের ৮ম জম্ন দিন। একটা Tutorial আছে কিন্তু সময়ের কারনে আপলোড কারা হচ্ছে না।

গতকাল আমার দিন ভালই কেটেছে কিন্তু দিন শেষে আমার অবুঝ মনটা কেমন যেন হয়ে গেল আমারই অজান্তে।অফিস থেকে KFC গুলশান এ যাবার কথা ছিল অফিসের সকলের। আমি যাই নি......। গত ২ বছর যাবত আমার ভিতরের আমি টাকে চিনতে পারছি না। আমার অজান্তেই কেমন যেন হয়ে যায়।

আমি আমার বাবার একমাত্র ছেলে। পূর্বপুরুষরা যা রেখে গেছে তা দিয়ে হয়ত আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো। আমার আশেপাশে অনেক অসহায় মানুষ দেখে আমার এই জাতিয় বিলাসিতা কে ঘৃনা হয় বিষেশ করে আমার নিজের উপর। আমাদের বংশে কেও চাকরি করেনি। আমার বাবার-ও ছোট খাট একটা ব্যবসা আছে। কিন্তু ব্যবসা করতে গেলে মিথ্যা কাথা আর অধিনস্ত দের সাথে খারাপ ব্যবহার করতে হয় তাই ব্যবসায় বসিনা।

আমি আমার নিজের উপার্যন করা অর্থ দিয়ে এই অসহায় মানুষদের জন্য কিছু করে যেতে চাই। তাই চাকরি করি। স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে। তাই আমার মত যারা অসহায় মানুষ আছে তাদের জন্য যদি কিছুই না করতে পারলাম তা হলে তো জীবন টাই বৃথা।

================================================

Monday, April 7, 2008

রেল ভ্রমন ও আমি

বাংলাদেশ রেলওয়ে একটি সরকারি প্রতিষ্ঠান। অনেক দিন পর আমি গতকাল নারায়নঞ্জ বেড়াতে গিয়েছিলাম ....... । যাবার সময় আমি বাসে করে যাই। তখন সময় লাগে মাত্র ২ ঘন্টা (প্রায়)। ফেরার পথে আমি দেখি আমার হাতে সময় আছে ১ ঘন্টার মত। আমাকে রাত ৮ টার মধ্যে ঢাকা পৌছাতে হবে। তখন বাজে ৬ টা রেজে ৪০ মিনিট।

কি করি ভাবতে ভাবতে বাংলাদেশ রেলওয়ে এর কথা মনে পরলো। অনেক দিন ট্রেন-এ কোথাও যাই না এই সুজোগে ট্রেন ভ্রমন টা করে ফেলি। টিকিট ঘর থেকে একটা টিকিট কাটলাম। টিকিট কেটে তো অবাক ...........।টিকিটের মূল্য ছিল মাত্র ৫ টাকা (বাসে গেলে ১৩ টাকা)। ট্রেন ছাড়লো ৭ টা ১০ এ। আমি যখন গেন্ডারিয়া নামলাম তখন আমার ঘড়িতে বাজে ৭ টা ৩৯।

ট্রেন ভ্রমন টা ভালই লাগলো। বাংলাদেশের সাধারন মানুষের পরিবহন এই ট্রেন। আমি যখন জানালার পাশে আসনে বসে বাইরের দৃষ দেখছি তখন নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। কিভাবে প্রকৃতির সব কিছু আমাকে সামনে এগিয়ে দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিছ্ছে। রেলের মিষ্টি শব্দ ও বাইরের নিরবতা সত্যই আমাকে কিছুক্ষনের জন্য ভাবুক করে দিয়েছিল।

অনেক দিন পর কিছুক্ষনের জন্য সাধারন খেটে খাওয়া মানুষের সাথে ভ্রমন করতে পেরে নিজের কাছে খুব আনন্দ লাগছিল।বারবার তাদের দেখছিলাম আর ভাবছিলাম সৃষ্টিকর্তা আমদের কতই না ভাল ভাবে রেখেছেন। আমরা কি পারিনা তাদের জন্য কিছু করতে?

যেখানে আমাদের দেশের ধনিরা শত শত কোটি টাকা ব্যাংকে অলস ভাবে ফেলে রাখে সেই দেশের বেশির ভাগ লোক এখনও তাদের মৌলিক চাহিদা পূরন করতে পারছে না (ভাবতে অবাক লাগে)

Thursday, April 3, 2008

মজার একটি ঘটনা........

আজ একটি মজার ঘটনা বলতে চাই। অনেক দিন কিছু লেখা হয় না তাই...........। আমি System Admin হিসাবে চাকরি করছি ২০০৫ থেকে কিন্তু মজার ব্যপার হচ্ছে আমি যখন চাকরির বাইরে কোন কম্গিউটারে কাজ করতে যাই (মানে Troubleshoot করতে যাই) আমার হাত কাপতে থাকে। আমি যখন আমার ব্যক্তিগত কম্গিউটার কিনে এনে Assemble করতে যাই তখনো দেখেছি আমি ঠিক মত Assemble করতে পারছি না।



কেন এমন হয়?