The Web This Blog

Thursday, April 3, 2008

মজার একটি ঘটনা........

আজ একটি মজার ঘটনা বলতে চাই। অনেক দিন কিছু লেখা হয় না তাই...........। আমি System Admin হিসাবে চাকরি করছি ২০০৫ থেকে কিন্তু মজার ব্যপার হচ্ছে আমি যখন চাকরির বাইরে কোন কম্গিউটারে কাজ করতে যাই (মানে Troubleshoot করতে যাই) আমার হাত কাপতে থাকে। আমি যখন আমার ব্যক্তিগত কম্গিউটার কিনে এনে Assemble করতে যাই তখনো দেখেছি আমি ঠিক মত Assemble করতে পারছি না।



কেন এমন হয়?

No comments:

Post a Comment