The Web This Blog

Friday, July 25, 2008

Diacritical Marks

Diacritical: বলতে যা বুঝায়:- That separates or distinguishes; applied to points or marks used to distinguish letters of similar form, or different sounds of the same letter.

US-Keyboard Layout এ ৬ টি Diacritical Marks আছে।যা Microsoft Word-এর সাহায্যে লেখা যায়। নিচে এই রকম কয়েকটি দেওয়া হলো।



Name

Looks

Solution

Other Letters

Grave Accents (`)

àèìòù

Ctrl+` Then a

EIOU

Tilde (~)

ãñõ

Ctrl+ Shift+~ Then a

NO

Acute Accents (‘)

áéíóú

Ctrl+’ Then a

EIOU

Cedilla (,)

ç

Ctrl+, Then c


Circumflex (^)

âêîôû

Ctrl+ Shift+^ Then a

EIOU

Diaeresis (:)

äëïöü

Ctrl+ Shift+: Then a

EIOU

Monday, July 21, 2008

FireFox Download Day

FireFox Download Day 2008


Download: Mozilla FireFox 3

Friday, July 11, 2008

Gmail এখন বাংলাতে

অনেকদিন আগে থেকেই ইউনিকোড বাংলায় জিমেলে মেল লেখা ও ফরোয়ার্ড করা যেত । এখন জিমেলের ইন্টারফেসও ইচ্ছা করলে মাতৃভাষা বাংলাতে পরিবর্তন করে নেওয়া যেতে পারে । আঞ্চলিক ভাষায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের জন্য এটা একটা বেশ বড় পদক্ষেপ ।

এখন Gmail বাংলা ইন্টারফেস আনার জন্য যা করতে হবে ।

১. অবশ্যই কম্পিউটারে ইউনিকোড বাংলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে । এবং কমপক্ষে একটি বাংলা ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে ।
২. Gmail-এ ঢুকে ডানদিকে উপরে Settings ট্যাবে চলে যান ।
৩.এবার দেখুন সেটিংসের ল্যাঙ্গুয়েজ অপশন । এখানে ড্রপডাউনে ভাষা বাংলা select করে দিন ।
৪. তারপর পাতার নিচে গিয়ে save change click করুন ।
৫. কিছুক্ষন অপেক্ষা করুন।
দেখুন এবার আপনার Gmail বাংলায় হয়ে গেছে ।

Tuesday, July 8, 2008

Outlook Express problem


আজ একটি সমাধান পেলাম। আমি আমাদের অফিসের মেইল পাঠানোর জন্য সাধারনত Outlook Express ব্যবহার করি। যারা Outlook Express ব্যবহার করেন তারা জানেন যে কোন ফাইল এর উপর Right Click করে Sent to > Mail Recipient option এর মাধ্যমে ও মেইল পাঠানো যায়।

আজ আমি যখন একটি মেইল পাঠাতে যাই তখন দেখি Mail Recipient option কাজ করছে না। দুঃখের বিষয় হচ্ছে যখনই আমি গূরত্বপূর্ন কাজ থাকে বা Boss বলে এই কাজটা তারাতারি করে দেন তথনই আমার আদরের কম্পিউটার টা কথা শুনতে চায় না। আজ ও তাই.....


যদি আমার মত আপনাদের ও এরকম কিছু হয় তা হলে কি করবেন জানা আছে কি????

তাহলে Browser Internet Explorer open করুন।তারপর Tools > Internet Options > Programs > E-mail এর Drop Down box Outlook Express select করে Apply করে দিন ব্যস সমাধান হয়ে গেল

Monday, July 7, 2008

Mozilla Firefox 3.0 Release


গত ১৭ই জুন ২০০৮ Mozilla Firefox 3.0 প্রকাশ পেয়েছে। অনেকে এই সুসঃবাদ আগে হয়ত পেয়ে গেছেন। আমি একজন OSS ব্যবহার কারি। যারা এখনও Mozilla Firefox 3.0 ব্যবহার করেননি তারা খুব সহজে এই link থেকে নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। Mozilla Firefox 3.0 তে অনেক দেশের ভাষা যুক্ত হলেও আমাদের বাংলা ভাষা এখানে যুক্ত হয় নি। অঙ্কুর বাংলাদেশ এই বিষয় নিয়ে কাজ করছে।

Firefox সর্ম্পকে আর জানতে পারবেন এই site থেকে।