অনেকদিন আগে থেকেই ইউনিকোড বাংলায় জিমেলে মেল লেখা ও ফরোয়ার্ড করা যেত । এখন জিমেলের ইন্টারফেসও ইচ্ছা করলে মাতৃভাষা বাংলাতে পরিবর্তন করে নেওয়া যেতে পারে । আঞ্চলিক ভাষায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের জন্য এটা একটা বেশ বড় পদক্ষেপ ।
এখন Gmail বাংলা ইন্টারফেস আনার জন্য যা করতে হবে ।
১. অবশ্যই কম্পিউটারে ইউনিকোড বাংলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে । এবং কমপক্ষে একটি বাংলা ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে ।
২. Gmail-এ ঢুকে ডানদিকে উপরে Settings ট্যাবে চলে যান ।
৩.এবার দেখুন সেটিংসের ল্যাঙ্গুয়েজ অপশন । এখানে ড্রপডাউনে ভাষা বাংলা select করে দিন ।
৪. তারপর পাতার নিচে গিয়ে save change click করুন ।
৫. কিছুক্ষন অপেক্ষা করুন।
দেখুন এবার আপনার Gmail বাংলায় হয়ে গেছে ।
Friday, July 11, 2008
Gmail এখন বাংলাতে
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment