The Web This Blog
Bangladeshi Time - 2:59:57 AM - Monday, April 14, 2025

Tuesday, January 13, 2009

সুন্দরবন ভ্রমন ২০০৯

অফিস থেকে সবাই এবার সুন্দরবন ভ্রমনে গিয়েছিলাম। এটা অনেকের মত আমারও প্রথম সুন্দরবন ভ্রমন। প্রথমে আমরা ঢাকা থেকে খুলনা বাসে যাই তারপর জাহাজে সুন্দরবনের উদ্দেষ্যে রওনা দেই। তারপর তিন দিনের মত জাহাজেই থাকা খাওয়া।


ভোরে যখন জাহাজে করে যাচ্ছি তখন মনে মনে ভয় ও রোমান্স অনুভোব করছিলাম। যাত্রা পথে নাম না জানা অনেক শহর অতিক্রম করছিলাম। সুন্দরবনের তিনটি স্থানে আমাদের জাহাজ নোঙ্গর করে। ১. কটকা ২. কচিখালি ৩. করমজল। আমি জাহাজে থাকা-খাওয়া টা বেশী উপভোগ করেছি। কয়েকবার জাহাজ থেকে নেমে বনের ভিতর যাওয়া ছারা বাকিটা সময় জাহাজে। শহরের সকল কোলাহল থেকে কয়েকদিনের জন্য অন্য রকম এক নিরবতা।


সুন্দরবন থেকে আসার পথে আমরা একদিন খুলনা শহরে ছিলাম। সেখান থেকে বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজার শরিফ দেখতে গিয়েছিলাম। মংলা ফেরী ঘাট, খূলনা শিপ ইয়ার্ড ও চন্দ্র মহল দেখাতেও বাদ দিলাম না।


তারপর আবার ঢাকায় এসে কর্মব্যস্ত জীবন শুরু.....................




No comments:

Post a Comment