The Web This Blog

Thursday, April 30, 2009

কিছু কথা.....

আজ টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড এ চাকরির শেষ দিন। এখন ও মনে আছে ২০০৭ এর ৩ জানুয়ারি রোজ বুধবার সকালে যখন অফিসে আসি তখনকার ঘটনা। এটা ছিলো আমার ৩য় চাকরি। এত বেশি দিন চাকরি করার ইতিহাস আমার আগে নেই সামনেও হবে বলে মনে হয় না। কাজ করার মত এমন সুন্দর পরিবেশ সামনে আর পাব কিনা যানি না।


আমার পদত্যাদ পত্রে দেখানো হয়েছে যে, আমি আমার পারিবারিক কারনে চাকরি টা আর করতে পারছি না। হাস্যকর বিষয় হচ্ছে আমি পারিবারিক কারনে কখোনও ১ দিন এর জন্য ছুটি নিয়েছি বলে মনে পরে না কিন্তু আমাকে এই ভুয়া কারনটি দেখাতে বলা হলো। আমি আমার পেষা আর পরিবার কে কখনো এক সাথে করিনিই। আমার বিশ্বাস যে, আমি যতক্ষন অফিসে থাকবো ততক্ষন আমি অফিসের আর অবসর সময় টুকু আমার পরিবারের।


অফিসের ২-৩ জন ছাড়া সবাই খুব ভাল মনের মানুষ। অনেক সাহায্য পরায়ন। অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। কারো কাছ থেকে বিদায় নেয়াটা আমার কাছে খুব কষ্ট লাগে বিশেষ প্রিয় মানুষদের কাছ থেকে। চাকরি টা কেনো ছাড়ছি তা আমরা কয়েক জন ছাড়া আর কেও যানতে পারবে কিনা যানি না।

Friday, April 17, 2009

Mail Back-up in Outlook Express

যারা Outlook Express ব্যবহার করেন তারা জানেন যে, Outlook Express সাধারনত সার্ভার থেকে সকল মেইল Hard Disk Drive এ Download করে নিয়ে আনে। কিন্তু আপনি যদি চান যে মেইল Download না হয়ে Copy হয়ে Download হবে। মানে Server এ মেইল এর একটা Copy থাকবে। যার ফলে আপনি অন্য স্থান থেকেও মেইল গুলো চেক করতে পারবেন।

যা করতে হবে.....
Tools > Accounts….. > Mail > Account name (Bappy) > Properties > Advanced > Delivery > Leave a copy of messages on server এ টিক দিয়ে Apply > Ok


এখন দেখবেন মেইল গুলো Download হলেও একটা Copy আপনার সার্ভারে রয়ে গেছে।

Tuesday, April 14, 2009

১ লা বৈশাখ....


জীবন থেকে আরেক টি বছর চলে গেল। শুরু হলো বাংলা ১৪১৬ সাল। সকলকে পয়লা বৈশাখ এর শুভেচ্ছা।

Friday, April 3, 2009

Blog এর Header পরিবর্তন করা

প্রথমে SIGN IN করে Dashboard আসবে তারপর Layout > Edit HTML > Edit Template এখান থেকে আমরা Blog এর Template এর Header পরিবর্তন করা শিখবো। প্রথমে খুজে বের করতে হবে নিচের কোড টুকু ......



#header {
margin: 5px;
border: 1px solid $bordercolor;
text-align: center;
color:$pagetitlecolor;
}

তারপর নিচের কোডটা উপরের কোড এর নিচে পেস্ট করে দিলেই কাজ শেষ।

#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none
}




এখন কোড টা সেভ করে আপনার Blog টা দেখেন।