যারা Outlook Express ব্যবহার করেন তারা জানেন যে, Outlook Express সাধারনত সার্ভার থেকে সকল মেইল Hard Disk Drive এ Download করে নিয়ে আনে। কিন্তু আপনি যদি চান যে মেইল Download না হয়ে Copy হয়ে Download হবে। মানে Server এ মেইল এর একটা Copy থাকবে। যার ফলে আপনি অন্য স্থান থেকেও মেইল গুলো চেক করতে পারবেন।
যা করতে হবে.....
Tools > Accounts….. > Mail > Account name (Bappy) > Properties > Advanced > Delivery > Leave a copy of messages on server এ টিক দিয়ে Apply > Ok
এখন দেখবেন মেইল গুলো Download হলেও একটা Copy আপনার সার্ভারে রয়ে গেছে।
Friday, April 17, 2009
Mail Back-up in Outlook Express
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment