The Web This Blog
Bangladeshi Time - 10:13:16 AM - Tuesday, April 8, 2025

Saturday, January 2, 2010

কেমন ছিলো ২০০৯

আমার জন্য ২০০৯ সন ছিলো অনেক দিক দিয়ে সফল একটি সন। ২০০৯ এর মে মাসে টাইগার আটি -চাকরি ছেড়ে অঙ্কুর এ যোগ দিলাম। যদিও এটা এটা ছিলো আমার মন বিরোধী একটা সিধ্যান্ত। টাইগার আটি তে চাকরি না করলে জীবনটা এত গোছালো হয়তো হতো না‌। এই বছরই আমি আর্থিক ভাবে অনেক সফল হয়েছি। জীবন যাত্রার মান / ধরন অনেটা উন্নতি হয়েছে এই বছরই।


বছরের শুরুটা কিছুটা এলোমলো থাকলেও শেষটা ভালোই হলো। এ বছর ই আমি সুন্দরবণ ঘুরে আসলাম। অনেক বছর যাবত পাইলস সমস্যায় ভুগছিলাম যা এবছর মুক্তি পেলাম। বছর শেষের দিকে শেয়ার ব্যবসায় যুক্ত হলাম।


এখন নতুন বছরে আমার মনের বাকি ইচ্ছা গুলো পূর্ন হোক, জগত জননী মা-এর আর্শিবাদে ২০১০ টা ভালো কাটুক এই প্রার্থনা চাই।


No comments:

Post a Comment