The Web This Blog

Monday, August 30, 2010

Install joomla on your computer (Part-3)

{Part-2} এর পর থেকে। পার্ট-২ আমরা জুমলা সেটআপ শেষ করেছিলাম। এখন আমরা WAMPServer চালু করবো। এখন আমরা PhpMyadmin চালু করলে দেখবো একটা ইরোর বার্তা আসে। এখন এটা কিভাবে সমাধান করা যায় তা দেখবো।


WAMPServer চালু করার পর তা Put Online- ক্লিক করবো। যদি Put Online হয়ে থাকে তাহলো কিছু করার নাই। তারপর PhpMyadmin চালু করবো। ব্রাউজার এ যে ইরোর বার্তা আসে তা মুলত আসে আমার PhpMyadmin -এ পাসওয়ার্ড এর জন্য।

সমাধান:


১। আমরা প্রথমে WAMPServer যে খানে ইনিস্টল করেছি সেখানে config.inc.php নামক ফাইলটি নোটপ্যাট দ্বারা ওপেন করে ইডিট করবো। এই কনফিগার ফাইল টি C:\wamp\apps\phpmyadminx.x.x.x লোকেশনে গেলে পাওয়া যাবে। এখানে x.x.x.x দ্বারা phpmyadmin এর ভারশন বুঝানো হয়েছে।



২। এখন {$cfg['Servers'][$i]['password'] = '';} এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['password'] = '123456';}
তার মানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা দিতে হবে।
৩। আবার {$cfg['Servers'][$i]['auth_type'] = 'config';}এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['auth_type'] = 'cookie';} লিখনো।



৪। এখন config.inc.php ফাইলটি সেইভ করে বের হবো। এবং http://localhost/ রিফ্রেশ করবো ওথবা পুনরায় চালু করবো। তখন দেখা যাবে Login করার জন্য Username ওPassword চাচ্ছে। Username ওpassword সঠিক ভাবে দিয়ে Login করবো।



এখন আরকোন সমস্যা থাকলো না phpmyadmin ব্যবহার করার জন্য। আশাকরি বাকি কাজ গুলো আমরা নিজেরাই করতে পারবো। আরো কিছু লেখা দেবার আশা রাখি।

~~~~~~~~~~~~~~~~~~

বিঃ দ্রঃ ~ যাদের লেখা ও সহযোগিতায় লেখা তাদের সকলকে ধন্যবাদ।

Saturday, August 28, 2010

Install joomla on your computer (Part-2)


{Part-1} এর পর। যারা পার্ট -১ শেষ করেছেন তাদের জন্য পার্ট-২ শুরু করলাম। অথবা পার্ট-১ দেখে আসতে হবে।
জুমলার ফাইলগুলো মূলত zip বা rar ফরম্যাটে থাকে। প্রথম কাজ হবে ফাইলটিকে আনজিপ করা।
. আমরা যেহেতু localhost বা নিজস্ব Computer-কে সার্ভার হিসেবে ব্যবহার করছি, তাই www ফোল্ডারে ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। ধরে নিলাম, আমরা sharkarhouse নামে একটি ওয়েব সাইট করবো। তাই C:\wamp\www-এর ভেতরে sharkarhouse নামে ফোল্ডার বানিয়েছি।

২। এইবার Browser (FireFox) ওপেন করে http://localhost/ লিখে এন্টার দিলে sharkarhouse নামে একটি অপশন আসবে। ক্লিক করলে জুমলা সেটআপ শুরু হবে।

৩। আমরা এখন ভাষা নির্বাচন করবো। আমরা ভাষা হিসাবে ইংরেজিকে নির্বাচন করবো। তারপর Next। তখন Pre-installation Check নামে একটি অপশন আসবে।

. এখন আমরা দেখতে পাবো অনেকগুলো Yes বা No অপশন। সব কনফিগার ঠিকঠাকমতো করা থাকলে কোথাও No দেখার কথা না তারপর ও দেখা গেলে ঘাবরানোর কিছু নেই। আমরা Next বাটন চাপ দিয়ে পরবর্তি পেইজে যাবো।
. এখন লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে দেখতে পারেন একবার, একমত হলে আবার Next

. এখন ডাটাবেজ কনফিগারেশন অপশন। Database Type হবে mysqlHostName-এর জায়গায় localhost লিখতে হবে। User Name-এর জায়গায় root লিখবো। mysql কনফিগার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম তা এখানেও দিতে হবে। Database Name হবে sharkarhouseতারপর Next
৭। যদি ডাটাবেজ এর পাসওয়ার্ড না দিয়ে থাকি তাহলে PhpMyadmin ওপেন করে পাসওয়ার্ড দিতে হবে।

ছবির মত করে।
৮। এখন sharkarhouse নামে একটি ডাটাবেজ তৈরি হয়ে গেলো।
৯। FTP কনফিগারেশন আসবে। আমরা এখানে কিছু করবো না। তারপর Next বাটন চাপ দিবো।

১০। Main Configuration আসবে। Site Name দিতে হবে। তারপর Email Password দিবো। প্রথমবারের মতো যেহেতু জুমলা ব্যবহার করছি, তাই Sample Data install করবো। তাহলে জুমলা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তারপর Next

১১। মোটামুটি এখানেই শেষ। যেখানে জুমলার Installation ফোল্ডারটি মোছার একটি বার্তা আসবে। যেখানে জুমলার ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করেছিলাম, সেখানে গিয়ে Installation ফোল্ডারটি মুছে দিতে হবে।
১২। এইবার Browser (FireFox) ওপেন করে http://localhost/sharkarhouse লিখে এন্টার দিলে দেখেন কি দেখা যায়।

১৩। http://localhost/sharkarhouse/administrator/ লিখে আমরা user name: admin password:*** login করবো এবং জুমলা নিজের মত করে সাজাবো।
শেষ হলো জুমলা সেটআপ। 

Friday, August 27, 2010

Install joomla on your copmuter (Part-1)

জুমলা কি? খায় না মাথায় দেয় তা আমার আলোচনার বিষয় না। যারা জানতে চান তাদের জন্য উইকি আছে। জুমলা নিয়ে অনেকদিন ঘাটাঘটি করে নিজের মত করে সেটআপ করলাম জুমলা (Joomla)

প্রথমে আমরা Windows xp-তে কিভাবে জুমলা সেটআপ করতে হয় তা শিখবো। পরবর্তিতে Linux এ জুমলা সেটআপ কার শিখবো। ধারবাহিক ভাবে কয়েকটা পার্ট বা অংশে আমরা আলোচনা করবো। জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলো আমাদের মূলত দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটি হলো Joomla এবং আরেকটি WAMP সার্ভার।

আমি ব্যক্তিগতভাবে WAMP সার্ভার ব্যবহার করে খুশি। এধরনের আরো অনেক সার্ভার ফ্রি নেট থেকে নামানো যায়। মূলত জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর জন্য আমাদের পিএইচপি (PHP), মাইএসকিউএল (MySql) এবং অ্যাপাচি (Apache) ব্যবহার করতে হয়। এগুলোর বিভিন্ন ভার্সন বা সংস্করণ থাকলেও আমরা সেদিকে যাবো না। কারণ WAMP ইনস্টল করলে এগুলো সব একসাথে সেটআপ হয়ে যায়।

এখন দেখি কীভাবে WAMP সার্ভার ইনস্টল করতে হয়। সাধারনত নিয়মের মতই সেটআপ পদ্ধতি ধারাবাহিক ভাবে দেয়া হলো।

১। এবার ডাউনলোডকৃত wampserver 2-এর .exe ফাইলটিতে ডাবলক্লিক করতে হবে।Next বাটন চাপতে হবে।

২। লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে I accept the agreement-এ ক্লিক করে। Next বাটন চাপতে হবে।

৩। এবার সার্ভারটি কোথায় ইনস্টল হবে তা জানতে চাইবে। সেখানে ডিফল্ট হিসেবে C:\wamp\ থাকে। Next বাটন চাপতে হবে।

৪। এবারে দুটো অপশন আসবে। আমরা যদি Quick Launch এবং Desktop-wampserver- এর আইকন চাই, তাহলে দুটোতেই টিক চিহ্ন দিতে হবে। না হলে যেটি দরকার শুধু সেটিতে ক্লিক করলেই হবে।

৫। এখন Install বাটনে ক্লিক করতে হবে এবং ধৈর্য্য ধরে কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

৬। এক পর্যায়ে ডিফল্ট ব্রাউজার কোনটি হবে তা জানতে চাইবে ফায়ারফক্স ব্যবহার করার কারনে আমি এটাকেই ডিফল্ট ব্রাউজার হিসাবে দেখিয়ে দিলাম।

৭। SMTP-এর এখানে localhost এবং Email-এর এখানে যেকোন একটি ইমেইল আডি দিতে হবে।

৮। Launch WampServer 2 now বাটনে ক্লিক চিহ্ন দিয়ে Finish

৯। wampserver 2 ইনস্টল করা হয়ে গেলো।
১০। WampServer আইকনে ক্লিক করে Localhost লেখায় ক্লিক করতে হবে।

১১। Tools-এর এখানে phpMyAdminলেখাটিতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ আসবে।

১২। আমাদের Database তৈরি করতে হবে। যেনামে আমরা ওয়েব সাইট করবো সেই নাম দিবো। যেমন: sharkarhouse

আজকে এই পর্যন্তই ..........................

(Part-2)



Monday, August 23, 2010

Freelancer / Outsourcing and Me

যতটুকু মনেপড়ে ২০০৬ সালের দিকে “দৈনিক প্রথম-আলো” -তে একটা লেখা পড়েছিলাম আউটর্সোসিং (Outsourcing) সম্পর্কে। বাংলাদেশে এর সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা। তখন থেকে মাথার মধ্যে ঠুকে গেলো কি করে এই কাজ করা যায়। তখন ম্যাক ভাইয়ের সাথে আলোচনা করে বিষয় টা আরো পরিষ্কার হলো।

বর্তমান আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আউটর্সোসিং এর কাজ করে খাকে। আউটর্সোসিং কি? আমি খাটি বাংলা ভাষায় যা বুঝি তা হলো: কামলা খাটা। মানে আমি একা বা গ্রুপ নিয়ে ক্লায়েন্ট এর চাহিদা অনুসারে তার কাজ করে দেওয়া। কাজ পছন্দ হলো টাকা দিবে।

বর্তমানে আমারা আরেটা শব্দ বেশি শুনছি তা হলো ফ্রীলেনছার (Freelancer)। ফ্রীলেনছার কি? অনেকটা আউটর্সোসিং এর মত। স্যার ওয়ালটার স্কট এর প্রবক্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে হয় বাইয়ার (Bayer) কে। পৃথিবীর নানা প্রান্তে বসে লক্ষ লক্ষ লোক স্বাধীন ভাবে ফ্রীলেনছার হিসাবে কাজ করে যাচ্ছে।

আমরা বাঙ্গালী যেখানে ইকটু লাভ দেখি সবাই সেই দিকে ঝাপিয়ে পরি। কিছু দিন যাবত “ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা” এই ধরনের স্লোগান দিয়ে বিভিন্ন কোর্স করিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অনেকেই। তাদের কাছথেকে আমাদের সাবধান হতে হবে। কিছু ভালো প্রতিষ্ঠান আছে যারা কাজ শিখিয়ে তাদের সাথে কাজ করার জন্য উৎসাহিত করে।

যেহেতু এটা আমার একটা সপ্ন। তাই অনেক দিন ধরে ভাবছি চাকরি ছেড়ে দিয়ে আমরা কয়েক জন বন্ধু মিলে ফ্রীলেনছার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এখন সেই দিকেই আগাচ্ছি.................... । দেখি কবে নাগাদ আমার লক্ষে পৌঁছতে পারি।

যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের মতামত আশা করছি।

Sunday, August 22, 2010

আমার বংশ পরিচয়

. ৺উদয় চন্দ্র শীল

. ৺গোবিন্দ চন্দ্র শীল

. ৺ফটিক চন্দ্র শীল

. ৺ সনাতন শীল

=> () ৺ রাজেন্দ্র নাথ শীল

=> () ৺ রাখাল চন্দ্র শীল

=> () ৺ শরৎ চন্দ্র শীল

=> () ৺ অনাথ চন্দ্র শীল (মঙ্গল সাধু)

===================

() ৺ রাজেন্দ্র নাথ শীল

=> () ৺ কালিপদ সরকার

=> () ৺ চারু বালা শীল

() ৺ শরৎ চন্দ্র শীল

=> () ৺ তারা পদ সরকার

=> () ৺ খোকন চন্দ্র সরকার

=> () পীরু বালা শীল

() ৺ রাখাল চন্দ্র শীল

=> () অমর চন্দ্র শীল

() ৺ অনাথ চন্দ্র শীল (মঙ্গল সাধু)

(বিবাহ করেন না)

====================

() ৺ কালিপদ সরকার (আমার ঠাকুর দাদা)

=> .আরতি রানী শীল

==> I) ছিতী রানী শীল

=> . রবীন্দ্র নাথ সরকার

==> I) মাধবী রানী শীল

==> II) রাম কৃষ্ণ সরকার

==> III) শিখা রানী সরকার

=> .বিরেন্দ্র নাথ সরকার

==> I) বিথী রানী রায়

==> II)বলরাম সরকার

==> III)শিশির কুমার সরকার

==> IIII)অসোক কুমার সরকার

=> .সান্তোনা রানী শীল

==> I) সাধন চন্দ্র শীল

==> II)লতা রানী শীল

==> III) গীতা রানী শীল

==> IIII)মিতু রানী শীল

=> .অসীম কুমার সরকার

==> I) মেনোকা রানী সরকার

==> II) সুসমিতা রানী সরকার

=> . কার্তিক চন্দ্র সরকার

==> I)কিশোর কুমার সরকার

==> II)কিশোরী রানী সরকার

=> .চায়না রানী হালদার

==> I) কাজল হালদার

==> II)জয় হালদার

=> .বিজয় কুমার সরকার

====================

** ৺ কালিপদ সরকার (আমার ঠাকুর দাদা)

জম্নঃ ১ লা আশ্বিন ১৩৩৫ বাংলা, ১৭ ই সেপ্টেম্বর ১৯২৮ ইংরেজী, রোজ রবিবার।

বিবাহঃ ১১ ই বৈশাখ ১৩৬৩ বাংলা, ২৭ শে এপ্রিল ১৯৫৬ ইংরেজী, রোজ মঙ্গলবার।

মৃত্যুঃ ৩ রা মাঘ ১৪০৫ বাংলা, ১৭ ই জানুয়ারি ১৯৯৯ ইংরেজী, রোজ বুধবার, সময়-দুপুর ১:৫০ মিনিট।

** রবীন্দ্র নাথ সরকার (বাবা)

জম্নঃ ২ রা কার্তিক ১৩৬৫ বাংলা, ২০ শে অক্টোবর ১৯৫৮ ইংরেজী,রোজ রবিবার।

** রাম কৃষ্ণ সরকার (বাপ্পী)

জম্নঃ ১২ ই আশ্বিন ১৩৮৯ বাংলা, ৩০ শে সেপ্টেম্বর ১৯৮২ ইংরেজী, রোজ বুধবার রাত্র ১২:৩০ মিনিট।