WAMPServer চালু করার পর তা Put Online- ক্লিক করবো। যদি Put Online হয়ে থাকে তাহলো কিছু করার নাই। তারপর PhpMyadmin চালু করবো। ব্রাউজার এ যে ইরোর বার্তা আসে তা মুলত আসে আমার PhpMyadmin -এ পাসওয়ার্ড এর জন্য।
সমাধান:
১। আমরা প্রথমে WAMPServer যে খানে ইনিস্টল করেছি সেখানে config.inc.php নামক ফাইলটি নোটপ্যাট দ্বারা ওপেন করে ইডিট করবো। এই কনফিগার ফাইল টি C:\wamp\apps\phpmyadminx.x.x.x লোকেশনে গেলে পাওয়া যাবে। এখানে x.x.x.x দ্বারা phpmyadmin এর ভারশন বুঝানো হয়েছে।
২। এখন {$cfg['Servers'][$i]['password'] = '';} এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['password'] = '123456';}
তার মানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা দিতে হবে।
৩। আবার {$cfg['Servers'][$i]['auth_type'] = 'config';}এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['auth_type'] = 'cookie';} লিখনো।
৪। এখন config.inc.php ফাইলটি সেইভ করে বের হবো। এবং http://localhost/ রিফ্রেশ করবো ওথবা পুনরায় চালু করবো। তখন দেখা যাবে Login করার জন্য Username ওPassword চাচ্ছে। Username ওpassword সঠিক ভাবে দিয়ে Login করবো।
এখন আরকোন সমস্যা থাকলো না phpmyadmin ব্যবহার করার জন্য। আশাকরি বাকি কাজ গুলো আমরা নিজেরাই করতে পারবো। আরো কিছু লেখা দেবার আশা রাখি।
~~~~~~~~~~~~~~~~~~
বিঃ দ্রঃ ~ যাদের লেখা ও সহযোগিতায় লেখা তাদের সকলকে ধন্যবাদ।
Bappy,
ReplyDeleteNice to see you blogging. Happy Birthday. :-)
Suzan