The Web This Blog

Monday, October 11, 2010

ইন্টারনেটে আয় কত সহজ ?

অনেক আগের থেকেই নিজে কিছু করার চিন্তা ভাবনা চলছে। বন্ধু মহলে আমার একটা কথা প্রচলিত আছে আমি চাকরি করা অবস্থায় বিবাহ করবো না :-)। আমি নিজে কিছু করবো এবং আমার মত সুযোগ বঞ্চিত যারা তাদের সাহায্য করা। সব কাজ নিজে নিজে করতে ভালবাসি। তারই ধারাবাহিকতায় একসময় কম্পিউটার শিক্ষা তারপর ........................

প্রায় ১ বছর আগে লিখেছিলাম। ইন্টারনেটে আয় নিয়ে নানান কর্মশালা হয় বর্তমানে। তেমনই এক কর্মশালায় শিখে আসলাম নানান ভাবে আয় করার পথ ও তার সুবিধা-অসুবিধা। পথ জানলাম কিন্তু কাজ তো পারি না তেমন যে ইন্টারনেটে আয় করবো। তাই তখন আর বেশী দূর আগানো হলোনা।

কিছুদিন আগে লক্ষীবাজারে ঘুরতে ঘুরতে দেখলাম ইন্টারনেটে আয়ের উপর একটি কোর্স করানো হয়। আবার যেন মনটা নারা চারা দিয়ে উঠলো। ইন্টারনেটে আয়ের উপর কোর্স!!! কি করাবে? দেখা যাক একদিন কথা বলে। তেমনি এক দিন আমরা তিন বন্ধু গেলাম সেই ঠিকানা অনুসারে কথা বলতে, কি শিখাবেন? কিভাবে শিখাবেন? কথা বলে ভালো লাগলো। তার কিছুদিন পর তিনজনই একসাথে ভর্তি হলাম টাকা কামানোর জন্য :-)

প্রথম ক্লাসেই কয়েকটি ওয়েবসাইটের নাম জানিয়ে দিলো কোন কোন সাইটে কাজ কার যায়। MicroWorkes, Odesk, FreeLancer, Vworker, MoneyBookers ইত্যাদি। এর মধ্যে MicroWorkes খুব কম বাজেটে কাজ দেয়। লগইন করে কাজ সুরু করলাম। ২ টি ক্ষুদ্র কাজ ও করলাম। ভালো লাগলো যখন দেখলাম কাজ জমা দেয়ার একদিন পর ০.২০ ডলার আমার একাউন্ডে জমা হয়ে গেল। তার মানে কাজ করা যাবে।

এই কোর্সে আমাদের লগো ডিজাইন করা শিক্ষাবে এবং তা দিয়ে কিভাবে টাকা কামানো যায়। এখন মাত্র ২ টি ক্লাস শেষ করেছি আরো ১০ -১২ টি ক্লাস আছে। তার পর ওয়েব ডিজাইনিং শিখবো আশাকরি। এখন বড় পরিসরে কাজ করার আশায় মাঠে নেমেছি। কাজ পাওয়ার জন্য বিট করা শুরু করলাম। দেখা যাক .....................

Friday, October 1, 2010

কেন অঙ্কুরে চাকরি করতে আসলাম?

অনেক দিন আগে লিখেছিলাম “মনের কিছু কথা .........”। এই লেখাটিতে টাইগার আটি-র চাকরি ছেড়ে কেনো অঙ্কুরে চাকরি করতে আসলাম তার কয়েকটি কারন লিখেছিলাম। এখানে প্রথম ৩টি কারন লেখা হয় নাই। আজ লিখছি.................

আমি বিশ্বাস করি আমার কম্পিউটার বিষয় অভিঙ্গতা কম। আমার প্রথম কম্পিউটার শিক্ষক বা কম্পিউটার হাতে খড়ি আমার ছোট কাকার বন্ধু “সফিক কাকা” -র কাছে। পরবর্তীতে ইনফোবেজ লিঃ-এ CHP (Certified Hardware Professional) করি। তখন আমাদের শিক্ষক ছিলেন জনাব মাহে আলম খান (MAK vai)।

এখন আসি মূল কথায়। কেন অঙ্কুরে চাকরি করতে আসলাম?

১। আমার কম্পিউটার বিষয়ে এত নাম-ধাম তার ৬০% জনাব মাহে আলম খান ভাই এর কারনে বাকিটা আমার পরিশ্রম, মেধা ইত্যাদি। জামিল ভাই ও ম্যাক ভাই একদিন বলেছিলো আমি যদি অঙ্কুরে যোগ দেই তাহলে তাদের জন্য ভালো হয়। নিজের লোক থাকা দরকার।

২। তারা আমাকে নানা ভাবে উপকার করেছে (ভালো বেতনের চাকরি) তাই তাদের কাছে আমি ঋনি। অঙ্কুরে চাকরি করে তাদের প্রতি কিছুটা কৃতজ্ঞতা দেখানো।

৩। নিজে একটা প্রতিষ্ঠা দেবার ইচ্ছা অনেক দিনের। তাই শেষ চাকরিটা অঙ্কুরের সাথে কাটালাম কিছু দিন। আরো কিছু শিখা দরকার।