অনেক আগের থেকেই নিজে কিছু করার চিন্তা ভাবনা চলছে। বন্ধু মহলে আমার একটা কথা প্রচলিত আছে আমি চাকরি করা অবস্থায় বিবাহ করবো না :-)। আমি নিজে কিছু করবো এবং আমার মত সুযোগ বঞ্চিত যারা তাদের সাহায্য করা। সব কাজ নিজে নিজে করতে ভালবাসি। তারই ধারাবাহিকতায় একসময় কম্পিউটার শিক্ষা তারপর ........................
প্রায় ১ বছর আগে লিখেছিলাম। ইন্টারনেটে আয় নিয়ে নানান কর্মশালা হয় বর্তমানে। তেমনই এক কর্মশালায় শিখে আসলাম নানান ভাবে আয় করার পথ ও তার সুবিধা-অসুবিধা। পথ জানলাম কিন্তু কাজ তো পারি না তেমন যে ইন্টারনেটে আয় করবো। তাই তখন আর বেশী দূর আগানো হলোনা।
কিছুদিন আগে লক্ষীবাজারে ঘুরতে ঘুরতে দেখলাম ইন্টারনেটে আয়ের উপর একটি কোর্স করানো হয়। আবার যেন মনটা নারা চারা দিয়ে উঠলো। ইন্টারনেটে আয়ের উপর কোর্স!!! কি করাবে? দেখা যাক একদিন কথা বলে। তেমনি এক দিন আমরা তিন বন্ধু গেলাম সেই ঠিকানা অনুসারে কথা বলতে, কি শিখাবেন? কিভাবে শিখাবেন? কথা বলে ভালো লাগলো। তার কিছুদিন পর তিনজনই একসাথে ভর্তি হলাম টাকা কামানোর জন্য :-)।
প্রথম ক্লাসেই কয়েকটি ওয়েবসাইটের নাম জানিয়ে দিলো কোন কোন সাইটে কাজ কার যায়। MicroWorkes, Odesk, FreeLancer, Vworker, MoneyBookers ইত্যাদি। এর মধ্যে MicroWorkes খুব কম বাজেটে কাজ দেয়। লগইন করে কাজ সুরু করলাম। ২ টি ক্ষুদ্র কাজ ও করলাম। ভালো লাগলো যখন দেখলাম কাজ জমা দেয়ার একদিন পর ০.২০ ডলার আমার একাউন্ডে জমা হয়ে গেল। তার মানে কাজ করা যাবে।
এই কোর্সে আমাদের লগো ডিজাইন করা শিক্ষাবে এবং তা দিয়ে কিভাবে টাকা কামানো যায়। এখন মাত্র ২ টি ক্লাস শেষ করেছি আরো ১০ -১২ টি ক্লাস আছে। তার পর ওয়েব ডিজাইনিং শিখবো আশাকরি। এখন বড় পরিসরে কাজ করার আশায় মাঠে নেমেছি। কাজ পাওয়ার জন্য বিট করা শুরু করলাম। দেখা যাক .....................
No comments:
Post a Comment