The Web This Blog

Monday, March 16, 2020

তপোবিধায়না (দিত্বীয় খন্ড), বানী নং-২২৬

বাণী নং- ২২৬
তপোবিধায়না (দ্বিতীয় খন্ড)

) ইষ্টনিষ্ঠ হও,
ইষ্টার্থ যা'-কিছুর অনুচৰ্য্যাই
তোমার জীবনে সক্রিয়ভাবে
প্রথম ও প্রধান ক'রতে চেষ্টা কর;

) এর সঙ্গে সঙ্গে
যাজন-যাজনার সহিত
লোক-অনুচর্য্যার
যা'-কিছু পার-
'রতে ত্রুটি ক'রো না,
আর, তপজপ ইত্যাদি
তাঁ’র অনুমোদিত যা'-কিছু,
তা’ ক'রতে বিরত থেকো না-
বিশেষ কারণ-ব্যতিরেকে;
চলার ফাঁকে-ফাঁকে
কিংবা বিশ্রামের সময়
তা'কে চিন্তা করো এবং
তা'র বাণীগুলিকে স্মরণে এণে
তা’র কিছু-না-কিছু অনুশীলন ক'রবেই-
রোজই নানা রকমে;

) নিয়মিতভাৰে ইষ্টভৃতি
'রবেই কি ক'রবে;

) তা' ছাড়া, সাধু চেষ্টায়
প্রত্যহ কিছু-না-কিছু
অর্থাৎ, প্রীতিপ্রদ ব্যবহারোপযোগী
জীবনীয় কিছু সগ্রহ ক'রে
তাঁ'কে বস্তবে উপহার দেবে-
তোমার শক্তিতে যতখানি কুলায়;
ইষ্ট-সানিধ্যে যদি না থাক,
আর, তঁৎসকাশে পাঠাবার
সুবিধা যদি নাই হয়,
তাহ'লে ইষ্টার্থে
কোন শ্রেয়জনকে দিও;
যা'দের ভরণ-পোষণ
ইষ্টের উপরই নির্ভর করে-
তা'ৱা যদি দৈনন্দিন অবশ্য অবশ্যই
এমনতরভাবে সংগ্রহ ক'রে
ঐ তাঁ’রই সেবানূচৰ্য্যার
অর্ঘ্য-স্বরূপ নিবেদন করে,
তা'রও অনেক বিকৃতির হাত হ'তে
রেহাই পেতে পারবে এতে;
তবে এটা কর্ত্তব্য-নিবন্ধন হ'লে হয় না,
অন্তর-আগ্রহ-নিবেন্ধন হওয়া চাই;

) ইষ্টের স্বরণ ও প্রীত্যর্থে-
তুমি ভালবাস
এমনতর কোন জিনিষ
উৎসর্গ ক'রো
তোমার স্বাস্থ্য যা’তে অক্ষুন্ন থাকে
তা’র প্রতি লক্ষ্য রেখে;
জীবনে সেটিকে
নিজের তৃপ্তির জন্য
আর ব্যবহার ক'রো না;

) ইষ্টার্থ-শুভ করণীয় যা'-কিছু
তা' 'রতে
পারতপক্ষে অবহেলা ক'রো না,
আর, অন্যেরও শুভ-সম্বর্দ্ধনায়
পারতপক্ষে বিরত থেকো না;

) ইষ্ট-নীতি-বিধিগুলিকে
যথাসম্ভব পরিপালন ক'রে চলো-
হাতেকলমে,
কথায়-কাজে;
অন্তর-আগ্রহ নিয়ে
কিছুদিন ক'রেই দেখ না কী হয়!
এমনি ক'রতে ক'রতে এগুতে থাক,
তোমার ছোট্ট জীবনে
এই অনুষ্ঠানগুলি
যত বস্তেবে অভ্যস্ত হ'য়ে উঠবে,-
ভেবেচিন্তে না দেখলে
বুঝতেই পারবে না-
তুমি কতখানি বেড়ে উঠেছ অজান্তে;
আমার কথা কি শুনবে?
তা’ কি তুমি ক'রবে?
'রলে দেখতে পাবে-
স্বস্তিও ধীর পায়ে
এগিয়ে আসছে তোমার জীবনে।

~~ শ্রীশ্রীঠাকুর

No comments:

Post a Comment