The Web This Blog

Friday, November 30, 2007

এক্সপি টিপস

ডেস্কটপ আইকন ট্রান্সপারেন্ট করুন:

১) কন্ট্রোল প্যানেল ওপেন করুন
২) সিস্টেম অপশনে গিয়ে এডভান্স ট্যাবে ক্লিক করুন
৩) পারফরমেন্স এরিয়াতে গিয়ে সেটিংস বাটনে ক্লিক করুন
৪) ওখান থেকে সিলেক্ট করুন,

'Use drop shadows for icon labels on the Desktop'

৫) ওকে করে বের হয়ে আসুন


স্টার্ট মেনু আরো ফাস্ট করে নিন:

১) স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ গিয়ে টাইপ করুন regedit, তারপর ওকে করুনরেজি:
এডিটর ওপেন হবে

২) রেজি: এডিটরে ব্রাউজ করুন, HKEY_CURRENT_USER/Control Panel/Desktop/MenuShowDelay
৩) মেনু শো ডিলে সাধারনত ৪০০ থাকেওটিকে কমিয়ে ০ করে দিন (আরেকটু বেশীও দিতে পারেন)
৪) রেজি: এডিটর ক্লোজ করুন

No comments:

Post a Comment