অনেক সময় Add or Remove Programs থেকে বিভিন্ন Program uninstall করলেও তা সম্পূর্ন uninstall হয় না। এটা নানা কারনে হতে পারে। সম্পূর্ন uninstall করার জন্য আমাদের যা করতে হবে।
১. Click Start> Run then type regedit
২. HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall
Note: এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি subkey কিন্তু installed করা Program এর represents করে। তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে। আমরা চাইলে Registry backup (link) রাখতে পারি।
১. এখন যে subkey delete করতে চাই তা Select করতে হবে।
২. তারপর Right-click on the subkey এবং choose Delete
৩. Registry Editor বন্ধ করে দিতে হবে।
Monday, February 11, 2008
Add or Remove Programs থেকে অকেজ Program গুলো মূছে ফেলা
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment