The Web This Blog

Wednesday, February 25, 2009

Network Printer Setup করার সহজ উপায়

বেশির ভাগ অফিসেই Network Printer থাকে। যে কেও একই নেটওয়ার্কে থেকে সেই নেটওয়ার্কে অবস্থিত Network Printer টি ব্যবহার করতে পারবে। পূর্বে Network Printer Setup করার উপায় সর্ম্পকে লিখেছিলাম। এবার আরেকটি পদ্ধতি আলোচনা করবো।

যা করতে হবেঃ-
১. Start > Run তারপর যে কম্পিউটারে Printer টি Install করা আছে সেই কম্পিউটারে ঢুকতে হবে।


২. Printer এর উপর Mouser এর Pointer টি নিয়ে রাইট ক্লিক তারপর Connect… এ ক্লিক করতে হবে।


৩. এখন Yes বাটনে ক্লিক করলেই Network Printer Setup হয়ে গেল।


৪. তারপর Start > Setting > Printers & Faxes এ গেলে দেখাবে যে আপনার কম্পিউটারও একটি Printer Setup হয়েছে।



এখন অফিসের যে কোন স্থানে বসে Network Printer ব্যবহার করে যে কোন কিছু প্রিন্ট করতে পারবেন।

No comments:

Post a Comment