গত কয়েকদিন যাবত ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করতে পারছি না। ভাবলাম কেওকি আমার আইডি টা চুরি করলো নাকি। সে যাই হোক, আজ সকালে এর সমাধান করার চেষ্টা করলাম। আমার শ্রধ্যেয় ম্যাক ভাই কে জিঙ্গাস করতেই আমাকে সমাধান টা বলে দিলো।
খুব সহজেই এটা সমাধান করে ফেললাম। পিজিন চালু হবার পর যা করতে হবে.......
* Accounts > Manage Accounts > (Select Yahoo ID) Modify > Advanced
এখন Page Server box এ “scs.msg.yahoo.com” পরিবর্তে লিখতে হবে “cn.scs.msg.yahoo.com”
তারপর save করে চলে আসুন।
এখন দেখুন আগের মতই ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন।
Tuesday, June 23, 2009
Pidgin (পিজিন) এ Yahoo Messenger Problem
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
It's working
ReplyDelete