অনেক যাবত আমি
Fedora ব্যবহার করি।
solaimanlipi আমার একটি প্রিয় ফন্ট
, কিন্তু
Open office-এ
solaimanlipi দিয়ে লিখতে পারতাম না। কারন একটাই আমি জানতাম না কোন ফোলডার এ ফন্ট গুলা কপি করতে হয়। আজ এর সমাধান পেয়ে গেলাম তাই আর দেরি না করে লিখে দিলাম সবার জন্য।
যা করতে হবে
....
১
. Terminal
ওপেন করতে হবে
* Applications -> System Tools -> and click on Terminal
২
.
সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে
su
করে
root
হিসেবে ঢুকুন
*
[bappy@localhost ~]$ su -
Password: ********
solaimanlipi নামে একটি ফোলডার বানাতে হবে।
৩.
[root@localhost ~]# mkdir /usr/share/fonts/solaimanlipi
solaimanlipi.ttf ফন্টটি কপি করে solaimanlipi ফল্ডারে রাখতে হবে
৪.
[root@localhost ~]# cp
/home/Bappy/Desktop/fonts/solaimanlipi.ttf /usr/share/fonts/solaimanlipi/
এখন Open office-এ solaimanlipi দিয়ে লিখতে শুরু করে দেন।
No comments:
Post a Comment