The Web This Blog

Sunday, July 11, 2010

Setup Firefox 3.6 in Fedoar 12

Firefox আমার কাছে জনপ্রিয় একটি ব্রাওজার। যেহেতু আমি Windows এর পাশাপাশি Fedora ও ব্যবহার করি তাই Firefox 3.6.6 কিভাবে সেটআপ করা যায় তানিয়ে লিখলাম।

Fedora 12 Firefox 3.5 ডিফোল্ট থাকে। তাই প্রথমে আমাদের পূর্বের ভার্সন টা মুছে নতুন ভার্সন টা সেটআপ করতে হবে।

যা করতে হবে....

* Firefox extract করে নিতে হবে

== [root@localhost ~]# tar xjf firefox-3.6.6.tar.bz2

* পুরাতনfirefox ফোল্ডার টার নাম পরির্বতন করতে হবে

== [root@localhost ~]# mv /usr/lib/firefox-3.5b4/ /usr/lib/firefox-3.6

* Firefox কপি করতে হবে

== [root@localhost ~]# cp -r firefox/* /usr/lib/firefox-3.6/

* Firefox ফোল্ডারে ঠুকে ./firefox কমান্ড চালাতে হবে

== [root@localhost ~]# cd /firefox

== [root@localhost ~]# ./firefox

* /usr/bin/firefox ফাইল টা ইডিট করতে হবে

== [root@localhost ~]# gedit /usr/bin/firefox

Old “MOZ_DIST_BIN="$MOZ_LIB_DIR/firefox-3.X”

New “MOZ_DIST_BIN="$MOZ_LIB_DIR/firefox-3.6”



Image: Firefox 3.6.6

No comments:

Post a Comment