The Web This Blog

Tuesday, January 18, 2011

BASIS SoftExpo and Me

বেসিস ২০০৩ সাল থেকে SoftExpo শুরু করে। আর আমি ২০০৫ সাল থেকে। অনেক দিন আগের কথা .......

সাল ২০০৫, তখন ইনফোবেজ থেকে চাকরি ছেড়ে আমরা (আমি, রাজন, মাহে স্যার) খাই-দাই-ঘুরি। যদিও এখন সঠিক দিন তারিখ মনে নাই তবে দৈনিক প্রথম আলো -তে আমাদের ছবি ছাপা হয়েছিল। তখন অঙ্কুর, বাওস, একুশে ইত্যাদি সংগঠনের সাথে পরিচিত হই। পরিচিত হই জামিল ভাই, অমি ভাই, মনির ভাই, মামুন ভাই, রবিন ভাই সহ অনেকের সাথে।


ছবিঃ- ছবিতে আমি ভিতরে ও রাজন দর্শকদের সাথে কথা বলছে।

সাল ২০০৭, তখন আমি টাইগার আটিতে। আবার SoftExpo। আমি একা একা একটা কম্পিউটার নিয়ে ৪-৫ দিন কাটালাম। তখন কি এক বিশেষ কারনে অফিসের বেশির ভাগ লোকই ব্যস্ত। আমিও নতুন যোগ দিয়েছি টাইগার আটিতে। সারদিন একটা প্রেজেনটেশন চলতো কম্পিউটারে আর আমি বসে থাকতাম। মূলত পরিচিত লোকজনই আসতো সেই স্টলে। তবে বেশি বিরক্ত হতাম সাধারন দর্শক যারাই আসতো তাদের অনেকের ধারনা এটা বাংলালিংক এর কোন স্টল কিনা। কারন টাইগার আটির অফিসিয়াল লগো অনেকটা বাংলালিংক এর লগোর মতে। আর তখন বাংলালিংক নতুন বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিলো।

সাল ২০০৮, টাইগার আটি থেকে ২য় বার SoftExpo তে অংশগ্রহন করি। এইবার ছিল অনেক জাকজোমক একটা স্টল। আমরা তখন জাতীয় পরিচয় পত্রের সফ্টওয়ার নিয়ে কাজ করে ছিলাম। তাই এটা পরিবেশন করা আমাদের একটা বিশাল দায়িত্ব ছিল। তখন আমার সাথে আরো ২ জন (অসিম ভাই ও ??? ) ছিলো।

সাল ২০১০, অঙ্কুরের প্রথম SoftExpo। যদিও এইবার আমি খুব একটা সময় থাকি নাই। তবে নাহিদ ভাই নামে একজন আমাদের অফিসে ছিলো। তিনই সব দায়িত্বে ছিলেন। আর আমি অন্যান্য দায়িত্বে ছিলাম।


ছবিঃ- ২০১০ এর অঙ্কুরের স্টল

সাল ২০১১, অঙ্কুরের ২য় SoftExpo। নাহিদ ভাই নাই স্টলের দায়িত্ব আমার উপর। সকলকে আমাদের স্টলে আসার আমন্ত্রন জানাই। ফেব্রুয়ারির ০১ থেকে ০৫,২০১১ তারিখ পর্যন্ত চলবে SoftEexpo2011। স্থান: বঙ্গবন্ধু আন্তর্যাতিক কনভেন সেন্টার, আগারগাও।

1 comment:

  1. hu ebar sathe amio thakbo. eta amar 2nd fair with www.ankur.org.bd

    ReplyDelete