The Web This Blog

Thursday, August 4, 2011

আধুনিক আদর্শ লিপি ও সরল বর্ণপরিচয়

আমার এখনও মনে আছে, আমরা ছোটবেলায় পড়তাম সতীনাথ বসাক এর “আদর্শ লিপি” বই। এখন খুব একটা দেখা যায় না এই বই গুলা। সেদিন বাংলাবাজার হাটতে হাটতে সামনে পরলো সেই বইটি। না কিনে পারলাম না। চট জলদি ২টি বই কিনে নিলাম। ১টা আমার সংগ্রহের ও ১টা আমার ছোট কাকাতো বোনের জন্য।


নতুন বেশ কিছু সংযোজিত হয়েছে, তারপরও অনেক মিল আছে। যেটা আমাদের সোনা-মনিদের খুব জানা দরকার তেমন কিছু কথা আছে।


= অসৎ সঙ্গ ত্যাগ করো।
= আলস্য দোষের আকর।
= ইন্টারনেট বিজ্ঞানের চমক।
= ঈশ্বরকে বন্দনা করো।
= উগ্রভাব ভালো নয়।
= ঊর্ধ্বমুখে পথ চলো না।
= ঋষিবাক্য শিরোধার্য।
= একতা সুখের মূল।
= ঐশ্বর্য রক্ষা করা কঠিন।
= ওষধি ফল পাকলে মরে।
= ঔদার্য অতি মহৎ গুন।
= কটুবাক্য বলা অনুচিত।
= খলকে বিশ্বাস করো না।
= গর্ব করা ভালো নয়।
= ঘন মেঘে বৃষ্টি হয়।
= চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
= ছলনা করা বড় দোষ।
= জনক-জননী অতি পূজ্য।
= ঝগড়া করলে বিপদ ঘটে।
= টাকার অহংকার ভালো নয়।
= ঠকের বাক্য অবিশ্বাস্য।
= ডুমুর ফুল দেখা যায় না।
= ঢাকা বাংলাদেশের রাজধানী।
= তপস্বীরা বনে থাকেন।
= থপ থপ করে ব্যাঙ চলে।
= দরিদ্রকে অন্ন দান করো।
= ধর্মপথ অবলম্বন করো।
= নম্র হতে চেষ্টা করো।
= পন্ডিত লোক সভার প্রিয়।
= ফল দ্বারা বৃক্ষের পরিচয় হয়।
= বন্ধুর হিত করা কর্তব্য।
= ভগ্নোৎসাহ হইও না।
= মন দিয়ে বিদ্যাভ্যাস করো।
= যত্ন করলে রত্ন মিলে।
= রবির কিরণ অতি প্রখর।
= লম্ফ দিয়ে পথ চলিও না।
= শঠকে বিশ্বাস করো না।
= ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
= সৎ পুত্র কুলের ভুষণ।
= হঠকারিতা বড় দোষ।
ক্ষ = ক্ষমা প্রদর্শন দেব ধর্ম।

4 comments:

  1. বর্তমানে মানুষ এসব নীতি কথা ভুলে গেছে। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. these virtu lesson are forgotten.New education policy kicked these side i think for long years.
    Thanks for helping remembering beautiful words.

    ReplyDelete
  3. বর্তমান সব সময়ই অতীতকে ভর করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যে জাতি তার অতীতকে এড়িয়ে ভবিষ্যতের কথা বাদ দিয়ে বর্তমানের স্রোতে গাঁ ভাষিয়ে চলছে One day this mankind will be a rootless mankind. Thnx for posting.

    ReplyDelete
  4. ভাই পারলে পুরা বইটা pdf আকারে আপলোড দেন

    ReplyDelete