The Web This Blog

Monday, March 15, 2010

কক্সবাজার ভ্রমন ২০১০

অফিস থেকে গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার ভ্রমন করে আসলাম। আমরা ১২ জনের একটা দল ছিলাম । ১১ তারিখ রাতে আমরা ঢাকা থেকে শাহ্ বাহাদুর লাইন্স বাসে রওনা হই রাত ১১:৪৫ মিনিটে। কক্সবাজার যখন পৌছাই তখন সকাল প্রায় ১০ টা ।
আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিলো না তাই হোটেল খুজে পেতে পেতে কিছুটা সময় কেটে গেলো।

১ম দিন:
সকালে নাস্তা করে সবাই সাগর পাড়ে গেলাম স্নান / গোসল শেষ করে আবার হোটেল। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ ঘুম দিলাম । তারপর বার্মিজ মার্কেট ঘুরা ঘুরি করি কলাতলি মোড়। কলাতলি মোড়ে রাতে সময় কটানোর জন্য উপযুক্ত একটি স্থান। যদি পাশে প্রেয়শি থাকে তাহলো সময় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। তারপর রাতের খাবার শেষ করে ঘুম।

২ য় দিন:
ভোরে সাগরে স্নান দিয়ে দিন শুরু করলাম। তারপর সকালের নাস্তা করে মহেশখালি গেলাম আদিনাথ মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে।
আদিনাথ মন্দির টা পাহাড়ের চূড়ায়। সিড়ি বেড়ে উঠলাম মন্দির ঘুরলাম। ভালো লাগলো “শ্রী শ্রীঠাকুর”এর ছবি দেখে। রিক্সায় বৌদ্ধ মন্দির ঘুরে চলে আসলাম কক্সবাজার।
দুপুরের খাবার শেষ করে হীমছড়ি ও ইনানী বীচ এর উদ্দেস্যে রওনা হলাম। হীমছড়ি তে পাহাড় ও ঝরনা দেখে মন পুলকিতো হলো।
পাহাড়ের উপর থেকে সাগর দেখার অনুভতি লিখে বুঝানো যাবেনা। চাদের গাড়ি নামোক বাহনে যখন যাচ্ছিলাম তখন বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর। এযেনো এক টিকিটে দুই ছবি দেখার মতো। ইনানী বীচ আমার কাছে সেন্টমার্টিনের ছোট বোন মনে হচ্ছিলো। ইনানী বীচ -এ সূর্যাস্ত দেথে হোটেলে ফিরে আসা। হাত মুখ ধুয়ে বের হয়ে গেলাম বার্মিজ মার্কেটে কিছুটা কেনা কাটা পর্ব শেষ কারলাম। রাতের খাবার খেয়ে হটেলে ফিরে ব্যগ গুছালাম।

পরেরদিন সকাল ১১:৪৫ মিনিটের সোহাগ পরিবহন এর টিকাট ছিলো ঢাকার উদ্দেস্যে রওনা হই। তারপর সবাই যার যার বাসায় …........
আবার কর্ম ব্যস্ত জীবন।

(Photo)

Saturday, January 2, 2010

কেমন ছিলো ২০০৯

আমার জন্য ২০০৯ সন ছিলো অনেক দিক দিয়ে সফল একটি সন। ২০০৯ এর মে মাসে টাইগার আটি -চাকরি ছেড়ে অঙ্কুর এ যোগ দিলাম। যদিও এটা এটা ছিলো আমার মন বিরোধী একটা সিধ্যান্ত। টাইগার আটি তে চাকরি না করলে জীবনটা এত গোছালো হয়তো হতো না‌। এই বছরই আমি আর্থিক ভাবে অনেক সফল হয়েছি। জীবন যাত্রার মান / ধরন অনেটা উন্নতি হয়েছে এই বছরই।


বছরের শুরুটা কিছুটা এলোমলো থাকলেও শেষটা ভালোই হলো। এ বছর ই আমি সুন্দরবণ ঘুরে আসলাম। অনেক বছর যাবত পাইলস সমস্যায় ভুগছিলাম যা এবছর মুক্তি পেলাম। বছর শেষের দিকে শেয়ার ব্যবসায় যুক্ত হলাম।


এখন নতুন বছরে আমার মনের বাকি ইচ্ছা গুলো পূর্ন হোক, জগত জননী মা-এর আর্শিবাদে ২০১০ টা ভালো কাটুক এই প্রার্থনা চাই।


Thursday, December 31, 2009

Happy New year 20110

সকলকে Happy New year এর শুভেচ্ছা


Friday, December 25, 2009

Happy Christmas 2009

সকলকে Happy Christmas এর শুভেচ্ছা


Tuesday, December 15, 2009

Bangla font install in fodora

অনেক যাবত আমি Fedora ব্যবহার করি। solaimanlipi আমার একটি প্রিয় ফন্ট, কিন্তু Open office-solaimanlipi দিয়ে লিখতে পারতাম না। কারন একটাই আমি জানতাম না কোন ফোলডার এ ফন্ট গুলা কপি করতে হয়। আজ এর সমাধান পেয়ে গেলাম তাই আর দেরি না করে লিখে দিলাম সবার জন্য। যা করতে হবে....

. Terminal ওপেন করতে হবে

* Applications -> System Tools -> and click on Terminal

. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন

* [bappy@localhost ~]$ su -

Password: ********

solaimanlipi নামে একটি ফোলডার বানাতে হবে।

. [root@localhost ~]# mkdir /usr/share/fonts/solaimanlipi


solaimanlipi.ttf ফন্টটি কপি করে solaimanlipi ফল্ডারে রাখতে হবে

. [root@localhost ~]# cp /home/Bappy/Desktop/fonts/solaimanlipi.ttf /usr/share/fonts/solaimanlipi/

এখন Open office-solaimanlipi দিয়ে লিখতে শুরু করে দেন।

Thursday, December 10, 2009

Vlc player install in fodora

গান শুনার জন্য Vlc একটি software যা Windows & Linux উভয় মাধ্যমে চালানো যায়।

windows এর জন্য .exe ফাইলটি ইনিস্টল করলেই হলো কিন্তু যারা fodora তে গান শুনতে চান, তাদের যা করতে হবে....

. Terminal ওপেন করতে হবে

* Applications -> System Tools -> and click on Terminal

. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন

* [bappy@localhost ~]$ su -

Password:

[root@localhost~]# rpm -ivh http://download1.rpmfusion.org/free/fedora/rpmfusion-free-release-stable.noarch.rpm

[root@localhost~]# yum install vlc

এইতো হয়েগেলো, এখন মনের আনন্দে গান শুনুন.......