The Web This Blog

Friday, August 29, 2008

BOL এর Manual Dialer Setup

যারা BOL এর নতুন ব্যবহারকারী হবেন তাদের জন্য এই লেখা।
Bangladesh Online Limited, Beximco group
একটি প্রতিষ্ঠান। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা দিযে যাচ্ছে। Manually Dialer কিভাবে Setup করতে হয় তা সর্ম্পকে দেওয়া হলো।

1. Click on Start > All Programs > Accessories > Communication > New Connection Wizard.



2. Click Next. Select Connect to the internet. Click Next. Select Setup my connection manually. Click Next. Select Connect using Dial-up modem then click Next.

3. ISP নাম লিখতে হবে: BOL

4. Phone number হবে: 0101307

5. Then click Next.

7. E-mail address in User Name box and login password in Password Box (না দিলেও চলে). Then click Next. At last click Finish.

8. Dialer BOL এ Right click, go to Properties. Click Configure and select Modem Maximum Speed 38400. Click on Networking Tab and Select Internet Protocol (TCP/IP). Click Properties.

9. DNS Server addresses (bol-online.com) জন্য হবে Preferred DNS Server: 202.84.32.22. Alternate DNS Server: 202.84.32.23.

10. অথবা (dhaka.net) জন্য হবে Preferred DNS Server: 202.84.33.13. Alternate DNS Server: 202.84.33.20.

11. Click OK and again OK.

তারপর ঘুরে বেড়ান ইন্টারনেট এর জগতে।
বিঃদ্রঃ তথ্য গুলো BOL থেকে নেওয়া।

কাজী নজরুল ইসলাম এর চিঠি

পাঠ্যপুষ্তক ছাড়া জাতীয় কবী কাজী নজরুল ইসলাম এর কোন সাহিত্য পড়েছি বলে মনে পড়ে না। এটা আমার জন্য দূর্ভাগ্য বলা যায়। কিন্তু গল্পের বই পড়ার ধর্য্য আমার কখোনই ছিল না। আমার পড়া একমাত্র গল্প সমরেশ মজুমদার-এর লেখা সাতকাহন প্রথম খন্ড। তাও অনেকটা বাধ্য হয়েই পড়তে হয়েছিল।



আজ প্রথম আলো-তে কাজী নজরুল ইসলাম এর স্নরণে কিছু চিঠি ছাপা হয়েছে। আজ শুক্রবার হওয়াতে অফিসে কাজ কম তাই সব গুলো চিঠি পড়লাম। এত ভাব লাগলো য়ে, এক কথায় বললে বলতে হয় অসাধারন। প্রথম আলো আমার আন্তরিক শুভেচ্ছা।

Monday, August 25, 2008

Quantum Method ও আমি

সেই ১৯৯৬-৯৭ সালের কথা। আমার এক সহপাঠি আমাকে একটি Audio Cassette দিল এবং বলে দিলো এটি বাজিয়ে শুনতে এবং এখানে যা বলে তা করতে। তখন আমি প্রথম Quantum Method সম্র্পকে জানলাম। বেশ কিছুদিন করেছিলাম ঘরে একাকী।

কিছুদিন আগে আমাদের এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পরিচয় হয়। তার নাম আমি ছোট কাল থেকে শুনে আসছি। খুব ভাল একজন মানুষ। যারা পুরাতন ঢাকার গেন্ডারিয়া থাকেন তারা “মনির স্যার” এর নাম জানেন না এমন খুব কম আছে। তার সংর্স্পে এসে এটা মনে হলো যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তার সর্ম্পকে বিস্তারিত পরে বলবো।

কিছুদিন ধরে স্যারের পরিচালনায় Meditation করতেছি। Meditation সর্ম্পকে আমার কিছু মন্তবো পেশ করছি।

Meditation
একটি বিজ্ঞান সম্মত পদ্ধতি। বাংলাদেশে Quantum Method এর জনক জনাব Shahid El Bukhari Mahajataq । তিনি বেশ কিছু ধাপ রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে “শিথিলায়ন” এটাই হচ্ছে প্রথম ধাপ।

Meditation
করলে যে উপকার গুলো পাওয়া যায় তা অনেকের কাছে আজগুবি বলে মনে হয়। আমার কাছেও প্রথম প্রথম তাই মনে হতো। পরে দেখলাম না এটা হতে পারে। কিছু বিষয় আমাকে কষ্ট দিয়েছে।

তার মধ্যে একটি হলো Meditation করার পর সবাইকে জিজ্ঞাশা করা হয় যে “গত কাল থেকে আজ নিশ্চয় ভাল লেগেছে?” ভাল না লাগলেও বলতে হবে যে বেশ ভাল লেগেছে। এখানে আমার মনে হয় মানুষ কে জোর করে মিথ্যা কথা বলতে বাধ্য করা হয়। আমি অনেকর কাছে জানতে চেয়েছি যে আসলেই কি আপনার কাছে আজ ভাল লেগেছে তারা না বধোক উত্তর দিয়েছে।

আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় (মুলত আলোচনা) যেখানে টিকিট কেটে সেই ধরনের অনুষ্ঠান গুলোতে ঠুকতে হয়। আমি বুঝিনা মানুষ টাকা খরচ করে সেই ধরনের আলোচনা শুনতে যায়। টাকা খরচ করে আমি কোর্স করতে রাজী আছি কিন্তু আলোচনা নয়।

Wednesday, August 6, 2008

Hiroshima Day

আজ ৬ ই আগষ্ট, প্রায় ৬৩ বসর আগে এই দিনে পৃথীবীর বুকে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ১৯৪৫ ইংরেজী সাল চলছে ২য় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সলের ৬ই আগষ্ট, রোজ সোমবার আমেরিকান Enola Gay নামক B-29 বোমারো বিমান থেকে ফেলা হয় Little Boy নামক এটোম বোম।প্রতি বছর জাপান সরকার ৬ আগষ্ট কে হিরোসিমা দিবস হিসেবে পালন করে।আরো জানুন

Tuesday, August 5, 2008

আমাকে খোঁজা

ছোটবেলা থেকে আমার প্রকৌশলী বিদ্যা ভাল লাগে। নতুন কিছু দেখলে তার মত একই রকম আরেকটা আমাকে বানাতেই হবে এই ছিল আমার কাজ। এইকাজে আমার মা-র সমর্থন ছিল সবচেয়ে বেশী। আর এতে আমাকে সহায়তা করতেন আমার ঠাকুর দাদা (Grandfather)। তিনি আজ আমাদের থেকে অনেক অনেক দূরে।

ছোটবেলার সেই ইচ্ছা টাকে সফল করার জন্য এস,এস,সি-তে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ালেখা শুরু করলাম। প্রথম বিভাগে পাশ করার পর ভর্তি হতে গেলাম “Dhaka Polytechnic Institute - Dhaka, Tejgaon” দূরভাগ্য অথবা সৌভাগ্য যাই বলা হোক ভর্তি পরীক্ষায় মাত্র ২ নাম্বার কম পাওয়াতে ভর্তি হতে পারলাম না।

এরপর কেটে গেল অনেক বছর। আমি য়খন বি,বি,এস ফাইনাল বর্ষ তখন আমার এক সহপাঠির সাথে ভর্তি হই infobase Ltd
নামক এক প্রতিষ্ঠানে। এইখানে এসে পরিচয় হয় আমার কম্গিউটার গুরু জনাব মাহে আলম খান এর সাথে। তার কল্যানেই আজ আমার এতদূর আসা। তাকে অনেকে MAK নামে চিনে থাকবেন।

Google Search
নিয়ে অনেকের অনেক অভিগ্যতা আছে। আমার ও তেমন দু-চার টা আছে। অনেক আগে বিটিভি তে একটা ইংরেজী ধারাবাহিক হতো The x-files এখানে একবার দেখলাম তারা বিভিন্ন মানুষের সম্র্পকে তথ্য সংগ্রহ করে। যদিও তখন বিষয়টি পুরোপুরি বুঝতাম না।

যাইহোক, একদিন মাহে ভাই আমাদের দেখালো কিভাবে Google এ Search
করতে হয়। তখন তিনি মজা কারার জন্য নিজের নাম লিখে Search করলো এবং প্রখম প্রখম অবাক হতাম তার সম্র্পকে বিভিন্ন তথ্য দেখতে পেয়ে। আমাদের নাম দিয়ে Search করলে আসে অন্যকিছূ। তখন তিনি আমাদের বললেন না রহস্যটা কি।

তার মাধ্যমেই একদিন Blog সর্ম্পকে জানলাম এবং লেখা শুরু করলাম। এভাবে আমার Blog এর সৃষ্টি। এটা আমার ৮১ তম লেখা। এখন আমার নাম লিখে Google Search দিলে প্রথমেই আমার Blog থেকে কিছু লেখা দেখায়। এখন বিষয়টা মাঝে মাঝে উপভোগ কিরি, ভাবতে ভালই লাগে।



Monday, August 4, 2008

কিশোর কুমার স্বরনে....


আজ ৪ ঠা আগষ্ট উপমহাদেশের প্রক্ষাত গায়ক কিশোর কুমার গাঙ্গুলি এর জম্নদিন। আজ লেখাটা তার স্বরনে। তার জম্ন ইংরেজী ১৯২৯ সালের ৪ ঠা আগষ্ট, রোজ রোববার এবং মৃত্যু ইংরেজী ১৯৮৭ সলের ১৩ ই অক্টোবর, রোজ মঙ্গলবার


অনেক কিছু লেখার হচ্ছা ছিল। কি যে লিখবো তাই বুঝতেছি না। Wikipedia থেকে তার সর্ম্পকে আর বেশী জানতে পারবেন। যারা এই লেখাটা পড়বেন তারা য়েন একবার Wiki-র এই লিংকটা একবার দেখেন।


তিনি আমার সবচেয়ে প্রিয় শিল্পী। আজ তিনি আমাদের থেকে অনেক অনেক দূরে। আজ অনেকক্ষন তার গান শুনলাম। তার গাওয়া অনেক গান আমার সংগ্রহে আছে। তার আত্নার শান্তি কামনায়।

Happy friendship day


গতকাল ছিল বিশ্ব বন্ধু দিবস।সবাই কে বিশ্ব বন্ধুত্ব দিবস এর শুভেচ্ছা।সবার বন্ধুত্ব আরো গভির হোক এই কামনায়।