পাঠ্যপুষ্তক ছাড়া জাতীয় কবী “কাজী নজরুল ইসলাম” এর কোন সাহিত্য পড়েছি বলে মনে পড়ে না। এটা আমার জন্য দূর্ভাগ্য বলা যায়। কিন্তু গল্পের বই পড়ার ধর্য্য আমার কখোনই ছিল না। আমার পড়া একমাত্র গল্প “সমরেশ মজুমদার”-এর লেখা “সাতকাহন” প্রথম খন্ড। তাও অনেকটা বাধ্য হয়েই পড়তে হয়েছিল।
আজ প্রথম আলো-তে কাজী নজরুল ইসলাম এর স্নরণে কিছু চিঠি ছাপা হয়েছে। আজ শুক্রবার হওয়াতে অফিসে কাজ কম তাই সব গুলো চিঠি পড়লাম। এত ভাব লাগলো য়ে, এক কথায় বললে বলতে হয় অসাধারন। প্রথম আলো আমার আন্তরিক শুভেচ্ছা।
tader kotha gula onek chondo thake.
ReplyDeletetai porte valo lage.