The Web This Blog
Bangladeshi Time - 7:37:49 AM - Sunday, April 13, 2025

Monday, August 4, 2008

কিশোর কুমার স্বরনে....


আজ ৪ ঠা আগষ্ট উপমহাদেশের প্রক্ষাত গায়ক কিশোর কুমার গাঙ্গুলি এর জম্নদিন। আজ লেখাটা তার স্বরনে। তার জম্ন ইংরেজী ১৯২৯ সালের ৪ ঠা আগষ্ট, রোজ রোববার এবং মৃত্যু ইংরেজী ১৯৮৭ সলের ১৩ ই অক্টোবর, রোজ মঙ্গলবার


অনেক কিছু লেখার হচ্ছা ছিল। কি যে লিখবো তাই বুঝতেছি না। Wikipedia থেকে তার সর্ম্পকে আর বেশী জানতে পারবেন। যারা এই লেখাটা পড়বেন তারা য়েন একবার Wiki-র এই লিংকটা একবার দেখেন।


তিনি আমার সবচেয়ে প্রিয় শিল্পী। আজ তিনি আমাদের থেকে অনেক অনেক দূরে। আজ অনেকক্ষন তার গান শুনলাম। তার গাওয়া অনেক গান আমার সংগ্রহে আছে। তার আত্নার শান্তি কামনায়।

No comments:

Post a Comment