আজ ৬ ই আগষ্ট, প্রায় ৬৩ বৎসর আগে এই দিনে পৃথীবীর বুকে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ১৯৪৫ ইংরেজী সাল চলছে ২য় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সলের ৬ই আগষ্ট, রোজ সোমবার আমেরিকান Enola Gay নামক B-29 বোমারো বিমান থেকে ফেলা হয় Little Boy নামক এটোম বোম।প্রতি বছর জাপান সরকার ৬ আগষ্ট কে হিরোসিমা দিবস হিসেবে পালন করে।আরো জানুন
Wednesday, August 6, 2008
Hiroshima Day
Labels:
Historical Day
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment