নিসি যখন ভোর হবে, সব তারা গুলো নিভে যাবে। আসবে একটা নতুন দিন। দিনটা হোক অমলিন, শুভ হোক তোমার প্রতি দিন।
শুভ নববর্ষ ১৪১৮। সবাইকে শুভেচ্ছা
Thursday, April 14, 2011
শুভ নববর্ষ ১৪১৮
Labels:
Bangladesh,
Historical Day
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
Shuvo noboborsho
ReplyDeleteHappy new Year,All the best.
ReplyDelete