পূর্বের ধারাবাহিক{Part-3}
আজ আমরা শিখবো কিভাবে জুমলাতে টেমপ্লেট পরিবর্তন করতে হয়। এটা খুবই সহজ একটা কাজ। আমার কাছে মনে হয় যারা জুমলা ইনস্টল করতে পারেন তাদের কাছে কোন ব্যাপার না।
১। আমাদের প্রথমে ইন্টারনেট থেকে পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। এবং সুবিধা মত একটি স্থানে রাখতে হবে।
২। তারপর আমাদের WampServer চালু করতে হবে।
৩। এখন আমাদের Localhost এ লগ ইন করতে হবে।
৪। আমরা এখন Extensions & Install / Uninstall তারপর Package File Brows … করে (টেমপ্লেট টি নির্বাচন করে) Upload File & Install। টেমপ্লেট টি ইনস্টল হয়ে গেল।
৫। এখন আমরা সর্বশেষ কাজটি করবো। Extensions & Template Manager এ গিয়ে টেমপ্লেট টি নির্বাচন করে Default button এ ক্লিক করেতে হবে।
এখন Preview দেখেন আপনার পছন্দ মত টেমপ্লেট টি আপনার Web Site এর জন্য নির্বাচিত হয়ে গেল।
No comments:
Post a Comment