পৃথিবীতে যত রকম জীব আছে তার মধ্যে মানুষের মন জয় করা সবচেয়ে কঠিন কাজ। তাদের চাহিদাও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। সৃষ্টিকর্তা নিজেও হয়তো অনেক সময় হিমসিম খান আমাদের চাহিদা পুরন করতে।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, “জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। একটা চাইতে গিয়ে দশটা চেয়ে ব'সো না। একেরই যাতে চরম হয় তাই কর। সবগুলিই রক্ষা পাবে” অন্যান্য ধর্মেও এমন ভাবে বলা আছে, “মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি।” So No Tension ...........
যখন ছাত্র ছিলাম তখন ভাবতাম পরিক্ষায় কিভাবে পাশ করবো। পাশ করলাম, এখন একটা চাকরি দরকার। চাকরিও পেলাম, এখন একটা ভালো চাকরি দরকার। ভালো চাকরিও পেলাম, করলাম খেলাম। এখন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাতে চাই, যার স্বত্ত্বাধিকারী / অংশিদার আমি।
তারপর ..............
Always come next time.
ReplyDelete