The Web This Blog

Tuesday, November 11, 2008

Store Folder of Outlook Express

যারা Outlook Express ব্যবহার করে। তাদের অনেক কারনে Mail Backup রাখার দরকার হতে পারে। বিশেষ করে নতুন ভাবে Windows Setup করতে গেলে পুরাতন Mail গুলো সংরক্ষন করতে হয়। আজ আমরা জানবো কিভাবে তা করা যায়।

Mail গুলো সাধারনত লুকায়িত অবস্থায় সংরক্ষিত থাকে। আমরা এই পথে Store Folder টি পেতে পারি।
“C:\Documents and Settings\User_Name\Local Settings\Application Data\Identities\{999A8EC7-A071-4D74-A05D-DA332262A4D0}\Microsoft\Outlook Express”


Store Folder এর Location টি পরিবর্তন করে আমরা অন্য যেকোন Drive এ রাখতে পারি।
তাই Store Folder টি কোখায় আছে আমরা Outlook Express open করে
“Tools > Options.. > Maintenances > Store Folder…” এই ভাবে জানতে পারি।






Store Folder open করে আমাদের সুবিধা মত অন্য কোথাও সংরক্ষন করতে পারি। নতুন Windows Setup করে Store FolderCopy করা File গুলো Paste করে দিলেই হলো। সব আগের মতো।

No comments:

Post a Comment