আমার মন আমার রাশি তুলার মতই নরম। মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি, যার কারনে কষ্ট পাই বেশী। কয়েকদিন যাবত একটা সিদ্ধান্ত মেনে নিতে পারছিনা। আমি কি আবার কোন ভুল করতে যাচ্ছি?
আমাকে আমার ঠাকুর দাদা কিছু জীবন বিধান বলে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো কখনোও কোন মেয়েকে বিশ্বাস না করা। তার কাছে জীবনের কোন গোপন কথা না বলা সে যদি আপন স্ত্রী ও হয়। এই নীতি ছাড়াও আমি আর কিছু নীতির মধ্যে জীবন কাটাতে ভালবাসি। যেমন........................
১. যে আমার সাথে একবার বেইমানী / বিশ্বসঘাতকতা করে তার সাথে আমার সারাজীবনের সর্ম্পক শেষ। কারন সে সুযোগ পেলে আবারও বিশ্বসঘাতকতা করতে পারে এবং তা হবে প্রথম বারের চেয়ে বেশি ভয়াবহ।
২. বদ্ধু শব্দটি আমার কাছে খুব গুরত্তপূর্ন। কারও সাথে আমি সহজে বদ্ধুত্ত করিনা। কিন্তু যার সাথে একবার বদ্ধুত্ত হয় তাকে আমি আজীবন বদ্ধু মনে করি। বদ্ধু এমন একটা শব্দ যার সাথে জীবনের সকল ঘটনা আদান প্রদান করা যায়। যে কষ্টে সমবেদনা আনন্দে হাসাতে পারে।
৩. আমি আমার কাজ বা পেশাকে অনেক ভালবাসি। ১৯৯৮ সাল এসএসসি পরীক্ষা দেবার পর থেকে উপার্যন শুরু করেছি। এই জন্য আমার পরিবারকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে সাহায্য করার জন। এই প্রর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি সবগুলোতে আমার একটা সুনাম আছে। আকারনে ছুটি নিয়েছি এমন কোন ঘটনা নাই।
৪. অনেকে আমাকে ঠিক মত বুঝতে পারে না (মাঝে মাঝে আমার নিজেই আমাকে চিনতে কষ্ট হয়)। আমার পরিবার আমার কাছে সবচেয়ে প্রীয়। অবসর সময় আমি খুব কম কাটাই। পেশাগত কারনে আমাকে অনেক পারিবারিক অনুষ্ঠান বাদ দিতে হয়। আমার এমতেও হৈ চৈ কম পছন্দ হয়। সপ্তাহে অবসর সময় কিছূটা হলেও আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভাল লাগে। এতে সকলের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়।
৫. ডেল র্কানেগী এর বইতে পড়েছিলাম কোন নতুন কাজ করার আগে ভালো ভাবে চিন্তা করতে। তারমতে আগে থেকে যদি না বোধক সম্ভাবনা গুলো মাথায় রাখে কাজ করা যায় তাহলে ভালো হলে বেশী খুশি হওয়া যায়। মানুষ অল্পতে কম খুশি হয়। আমার মনেহয় সৃষ্টিকর্তা যার জন্য যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু ব্যবস্থা করে প্রথিবীতে পাঠিয়েছেন। তবে আমরা আমাদের কর্মগুন দ্বারা তা বাড়াতে পারি।
এই রকম আরো কিছু নিয়ম মেনে নিয়ে আমার জীবন। তারপরও মাঝে মাঝে কোথায় যেন ভুল করে ফেলি। কিছু কিছু ভুল থেকে সমাধান পাইনা। ভুল গুলো থেকে সাবধান হওয়া উচিৎ। আর তখনই আমার একটা গানের কলি মনে মনে গেয়ে উঠি......
“জীবনে চলার পথে যত করি ভুল, ভুলটাকেই ভুল করে ভাবি রাংগা ফুল..............................”
No comments:
Post a Comment