The Web This Blog

Monday, December 29, 2008

প্রথম ভোট ২০০৮


আজ ২৯ শে ডিসেম্বর ২০০৮ আমি প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট দিলাম। এটা ছিল বাংলাদেশের ৯ম জাতীয় সংসদ নির্বাচন এবং আমার জন্য প্রথম।

ভোটের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করলাম, ইষ্টভৃতি করে সকালের নাসতে শেষ করে দেখি ১০ টা বেজে গেছে। ঘর থেকে বের হলাম ভোট দেবার জন্য ভাবলাম দেরি তো হবেই তাই আস্তে আস্তে যাই। ভোট কেন্দ্রে যাবার সময় মনে হলে আজ ঈদ। সবাই খুশি খুশি ভাবে ঈদের নামাজ পড়ে যেমন বাড়ি বাড়ি খাবার জন্য বের হয় আমার কাছে সকালটা তেমন মনে হচ্ছিল।

আমরা ঢাকা-৪ এর শ্যমপূর থানা ধিন বাসিন্দা। ভোটকেন্দ্রে পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো অনেক দিন পর। মজার বিষয় হচ্ছে আমার যেই কক্ষে ভোট দিয়েছি সেই কক্ষে ভোটার ছিল অনেক কম তাই লাইনে দারানোর কিছুক্ষন পরেই ভোট দেবার সুযোগ পেয়ে গেলাম। ভোট দিয়ে এসে বাসায় কাটালাম দিন টা ফলাফল শুনার জন্য।

No comments:

Post a Comment