প্রথমে SIGN IN করে Dashboard আসবে তারপর Layout > Edit HTML > Edit Template এখান থেকে আমরা Blog এর Template এর Header পরিবর্তন করা শিখবো। প্রথমে খুজে বের করতে হবে নিচের কোড টুকু ......
#header {
margin: 5px;
border: 1px solid $bordercolor;
text-align: center;
color:$pagetitlecolor;
}
তারপর নিচের কোডটা উপরের কোড এর নিচে পেস্ট করে দিলেই কাজ শেষ।
#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none
}
এখন কোড টা সেভ করে আপনার Blog টা দেখেন।
Friday, April 3, 2009
Blog এর Header পরিবর্তন করা
Labels:
Blog,
Web Development
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment