Monday, December 29, 2008
প্রথম ভোট ২০০৮
আজ ২৯ শে ডিসেম্বর ২০০৮ আমি প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট দিলাম। এটা ছিল বাংলাদেশের ৯ম জাতীয় সংসদ নির্বাচন এবং আমার জন্য প্রথম।
ভোটের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করলাম, ইষ্টভৃতি করে সকালের নাসতে শেষ করে দেখি ১০ টা বেজে গেছে। ঘর থেকে বের হলাম ভোট দেবার জন্য ভাবলাম দেরি তো হবেই তাই আস্তে আস্তে যাই। ভোট কেন্দ্রে যাবার সময় মনে হলে আজ ঈদ। সবাই খুশি খুশি ভাবে ঈদের নামাজ পড়ে যেমন বাড়ি বাড়ি খাবার জন্য বের হয় আমার কাছে সকালটা তেমন মনে হচ্ছিল।
আমরা ঢাকা-৪ এর শ্যমপূর থানা ধিন বাসিন্দা। ভোটকেন্দ্রে পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো অনেক দিন পর। মজার বিষয় হচ্ছে আমার যেই কক্ষে ভোট দিয়েছি সেই কক্ষে ভোটার ছিল অনেক কম তাই লাইনে দারানোর কিছুক্ষন পরেই ভোট দেবার সুযোগ পেয়ে গেলাম। ভোট দিয়ে এসে বাসায় কাটালাম দিন টা ফলাফল শুনার জন্য।
Thursday, December 25, 2008
Merry Christmas
Friday, December 19, 2008
মাঝে মাঝে ভুল করে ফেলি..........
আমার মন আমার রাশি তুলার মতই নরম। মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি, যার কারনে কষ্ট পাই বেশী। কয়েকদিন যাবত একটা সিদ্ধান্ত মেনে নিতে পারছিনা। আমি কি আবার কোন ভুল করতে যাচ্ছি?
আমাকে আমার ঠাকুর দাদা কিছু জীবন বিধান বলে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো কখনোও কোন মেয়েকে বিশ্বাস না করা। তার কাছে জীবনের কোন গোপন কথা না বলা সে যদি আপন স্ত্রী ও হয়। এই নীতি ছাড়াও আমি আর কিছু নীতির মধ্যে জীবন কাটাতে ভালবাসি। যেমন........................
১. যে আমার সাথে একবার বেইমানী / বিশ্বসঘাতকতা করে তার সাথে আমার সারাজীবনের সর্ম্পক শেষ। কারন সে সুযোগ পেলে আবারও বিশ্বসঘাতকতা করতে পারে এবং তা হবে প্রথম বারের চেয়ে বেশি ভয়াবহ।
২. বদ্ধু শব্দটি আমার কাছে খুব গুরত্তপূর্ন। কারও সাথে আমি সহজে বদ্ধুত্ত করিনা। কিন্তু যার সাথে একবার বদ্ধুত্ত হয় তাকে আমি আজীবন বদ্ধু মনে করি। বদ্ধু এমন একটা শব্দ যার সাথে জীবনের সকল ঘটনা আদান প্রদান করা যায়। যে কষ্টে সমবেদনা আনন্দে হাসাতে পারে।
৩. আমি আমার কাজ বা পেশাকে অনেক ভালবাসি। ১৯৯৮ সাল এসএসসি পরীক্ষা দেবার পর থেকে উপার্যন শুরু করেছি। এই জন্য আমার পরিবারকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে সাহায্য করার জন। এই প্রর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি সবগুলোতে আমার একটা সুনাম আছে। আকারনে ছুটি নিয়েছি এমন কোন ঘটনা নাই।
৪. অনেকে আমাকে ঠিক মত বুঝতে পারে না (মাঝে মাঝে আমার নিজেই আমাকে চিনতে কষ্ট হয়)। আমার পরিবার আমার কাছে সবচেয়ে প্রীয়। অবসর সময় আমি খুব কম কাটাই। পেশাগত কারনে আমাকে অনেক পারিবারিক অনুষ্ঠান বাদ দিতে হয়। আমার এমতেও হৈ চৈ কম পছন্দ হয়। সপ্তাহে অবসর সময় কিছূটা হলেও আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভাল লাগে। এতে সকলের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়।
৫. ডেল র্কানেগী এর বইতে পড়েছিলাম কোন নতুন কাজ করার আগে ভালো ভাবে চিন্তা করতে। তারমতে আগে থেকে যদি না বোধক সম্ভাবনা গুলো মাথায় রাখে কাজ করা যায় তাহলে ভালো হলে বেশী খুশি হওয়া যায়। মানুষ অল্পতে কম খুশি হয়। আমার মনেহয় সৃষ্টিকর্তা যার জন্য যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু ব্যবস্থা করে প্রথিবীতে পাঠিয়েছেন। তবে আমরা আমাদের কর্মগুন দ্বারা তা বাড়াতে পারি।
এই রকম আরো কিছু নিয়ম মেনে নিয়ে আমার জীবন। তারপরও মাঝে মাঝে কোথায় যেন ভুল করে ফেলি। কিছু কিছু ভুল থেকে সমাধান পাইনা। ভুল গুলো থেকে সাবধান হওয়া উচিৎ। আর তখনই আমার একটা গানের কলি মনে মনে গেয়ে উঠি......
“জীবনে চলার পথে যত করি ভুল, ভুলটাকেই ভুল করে ভাবি রাংগা ফুল..............................”
Wednesday, December 17, 2008
আমার মোবাইলে তোলা কিছু ছবি......................
Monday, December 1, 2008
AIDS Day
Thursday, November 20, 2008
World most expensive houses
ইন্টারনেটে খুজতে খুজতে পেয়ে গেলাম বিশ্বের সবচেয়ে দামি বাড়ী সন্ধান। বেশি ভালো লাগলো এটা আমাদের পাশের দেশ ভারতে অবস্থিত দেখে। Mukesh Ambani নামক একজন ব্যবসায়ী এর মালিক। বাড়ির নাম দেওয়া হয়েছে Antilla। ২৭ তলা এই ভবনের খরচ পরছে $1 Billion। দীর্ঘ দিন টিকে থাকুক এমন সৃষ্টি।
নতুন রূপে Gmail
Official Gmail Blog: Spice up your inbox with colors and themes
সুফিয়া কামাল স্বরনে
১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্ম গ্রহন করেন সুফিয়া কামাল।প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশী না থাকলেও স্ব-শিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি।১৯৯৯ সালে ৮৮ বৎসর বয়সে মারা যান সুফিয়া কামাল।
নবম মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই শ্রদ্ধা আর ভালোবাসা।
Thursday, November 13, 2008
Microsoft Word Tips
যারা কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করে তাদের অনেক সময় এক সাথে অনেকগুলো Word ফাইল নিয়ে কাজ করতে হতে পারে। বিশেষ করে যদি ফাইলগুলো একসাথে সম্পাদন (edit) করতে হয় তখন সময় বাচাতে এক সাথে সব ফাইল সংরক্ষন করবেন কিভাবে?
খুব সহজ.....
সাধারনত File Menu গিয়ে আমরা Save এ Click করি। এখন যা করতে Shift চেপে ধরে File Menu থেকে আমরা Save All এ Click করবো। দেখবেন একসাথে সব ফাইল সংরক্ষন হয়ে যাবে। বেচে গেলো আপনার সময়। তারপর মনের আনন্দে অন্য কাজ করুন না হয় আমার মত গান শুনুন।
Wednesday, November 12, 2008
Download problem of Internet Explorer
আমার কম্পিউটারে Internet Explorer ব্যবহার করে কেও কোন File Download করতে পারবেনা। আপনার কম্পিউটারও তা করতে পারেন খুব সহজে।
যা করতে হবেঃ
Internet Explorer > Properties > Security > Custom Level > Downloads > File download than Click Disable
Tuesday, November 11, 2008
Store Folder of Outlook Express
Mail গুলো সাধারনত লুকায়িত অবস্থায় সংরক্ষিত থাকে। আমরা এই পথে Store Folder টি পেতে পারি।
“C:\Documents and Settings\User_Name\Local Settings\Application Data\Identities\{999A8EC7-A071-4D74-A05D-DA332262A4D0}\Microsoft\Outlook Express”
Store Folder এর Location টি পরিবর্তন করে আমরা অন্য যেকোন Drive এ রাখতে পারি।
তাই Store Folder টি কোখায় আছে আমরা Outlook Express open করে
“Tools > Options.. > Maintenances > Store Folder…” এই ভাবে জানতে পারি।
Store Folder open করে আমাদের সুবিধা মত অন্য কোথাও সংরক্ষন করতে পারি। নতুন Windows Setup করে Store Folder এ Copy করা File গুলো Paste করে দিলেই হলো। সব আগের মতো।
মার পূঁজা ১৪১৫
Tuesday, November 4, 2008
১০০ তম লেখা
এক টা দুই টা করে কিভাবে আজ ১০০ তম লেখা হয়ে গেলো। যারা আমার এই খুদ্র প্রয়াস এর সাথে ছিলেন সবাইকে সুভেচ্ছা।
Monday, November 3, 2008
Mozilla FireFox এর Add-ons
Mozilla -এর Add-ons সর্ম্পকে নতুন করে বলার কিছু নাই। সবাই কিছু না কিছু না Add-ons ব্যবহার করে থাকি। অনেক বাংল ওয়েব সাইট Mozilla এয় ভাল আসে না। বাংলা লেখা গুলো দেখতে অসুবিধায় পরতে হয়। IE Tab নামক Add-ons install করে এই সম্যস্যা থেকে মুক্তি পেতে পারি। Add-ons টি download করে FireFox দিয়ে open করুন। FireFox restart দিয়ে নিন একবার। এখন যে ওয়েব সাইটটি দেখতে অসুবিধা হচ্ছে তা IE Tab দিয়ে open করুন। হয়ে গেলো সমাধান।
Image: 1
Image: 2
Image: 3
Image: 4
3 November for Bangladesh
Tuesday, October 28, 2008
World famous person in one frame
বিশ্বের বিখ্যাত কুখ্যাত সবাই এক সাথে। কয়জনকে আপনি চিনেন? আমি ২১ জন এর মত জনকে চিনতে পেরেছে।
1. Albert Einstein
2. Elizabeth Alexandra Mary (Elizabeth II)
3. Muhammad Ali
4. Sir Charles Spencer Chaplin
5. Saddam Hossain
6. Edison Arantes do Nascimento (Pelé)
7. Diego Armando Maradona
8. Adolf Hitler
9. William Jefferson "Bill" Clinton
10. Bruce Lee
11. William Shakespeare
12. Ernesto "Che" Guevara
13. Fidel Alejandro Castro Ruz
14. Mohammed Abdel Rahman Abdel Raouf Arafat al-Qudwa al-Husseini (Husseini Arafat)
15. George Walker Bush
16. Osama bin Laden
17. The Prince Charles
18. Nelson Rolihlahla Mandela
19. Mother Teresa
20. Rabindranath Tagore
21. Mohandas Karamchand Gandhi (Mahatma Gandhi)
Wednesday, October 22, 2008
নতুন লিংক
আজ দুইটা ওয়েবলিংক পেলাম ভাল লাগলো।
১. মা দূর্গা সম্র্পকে কিছু কথা আছে ও
২. নেট বেতার নামক ২য় লিংক
নেট বেতার থেকে অনেক সময় ধরে গান শুনলাম। দেখেন আপনার কেমন লাগে।
http://www.unnayantv.com/documentary/durgapuja.html
Thursday, October 9, 2008
বিজয়া দশমী
Sunday, October 5, 2008
সাজ্জাদ আলী যুবরাজ
গত ৪ অক্টোবর সন্ধা ৭.৪৫ মিনিট আমার একমাত্র বদ্ধু এই পৃথিবী থেকে চলে গেল। বদ্ধু বলতে যা বুঝায় ও ছিল তাই। যুবারজ আর আমি একই এলাকায় থাকতাম। ওর সাথে পরিচয় ২০০২ এর দিকে যখন বিবিএস এ পড়ি। প্রায় ৬ টি বছর আমারা এক সাথে হেসেছি, খেলেছি, খেয়েছি।
পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে। কিন্তু বদ্ধুকে এ ভাবে বিদায় দিতে হবে কখোন সপ্নেও ভাবিনি। শেষের কয়েকটা দিন আমার সাথে বেশী সময় কাটিয়েছে। ৪ তারিখ ও সাথে আরও ২ বদ্ধু শরিয়তপুর থেকে ঢাকা আসছিল। মাওয়া ঘাটে যখন লঞ্চ থামে তখন নামতে গিয়ে পরে যায় পদ্মার জলে। সাতার জানতনা তারপর তখন ছিল প্রচন্ড ঢেও। হয়তো তাকে সৃষ্টিকর্তার কাছে দ্রুত পৌছে দেবার জন্য এই ব্যবস্থা।
ডুবোরি নামনো হলো, লাশ পাওয়া গেল বেশ কিছুদূর পর। ৫ তারিখ ভোর ৫ টার দিকে যখন লাশ ঢাকায় নিজ বাড়িতে আনা হলো তখন বাড়ির যে কি অবস্থা তা লিখে প্রকাশ করা সম্ভব নয়। কবর দেওয়া হলো আসরের নামাজের পর জুরাইন কবর স্থানে।
একদিন আগে ছিল ঈদ। চাঁদ রাতের দিন আমি, নূর মোহাম্মদ ও যুবরাজ একসাথে রাত প্রায় ২ টা প্রর্যন্ত এক সাথে কাটালাম। ঈদের দিন বিকাল থেকে রাত ৯ টা প্রর্যন্ত এক সাথে গল্প করলাম। এটাই যে হবে ওর সাথে আমার শেষ দেখা ও কথা বলা কে যানতো।
চাঁদ রতের দিন আমাকে ঈদের শুভেচ্ছা যানিয়ে এই এসএমএস পাঠায়.....
“A true friend is not like the rain which pours and goes away. A true friend is like a air sometimes silent but always around u.” – Juboraj
আর কেও কখোনও আমাকে যখন তখন বাসা থেকে ঢেকে নিয়ে যাবে না। “মেজর রাম” নামে ঢাকবে না। কয়েক দিন পর লন্ডন যাবার কথা এমবিএ পড়তে। কত সপ্ন ছিল ওর সব শেষ হয়ে গেল এক রাতে।
ওর সম্র্পকে লিখে শেষ করা যাবে না। হাত ভারি হয়ে যাচ্ছে লিখতে পাড়ছি না। ওকে সৃষ্টিকর্তা স্বর্গে সুন্দর একটা ঘরে থাকতে দিবে এই প্রার্থনা করি। ওর পরিবারকে ধৈর্য্য ধারন করার শক্তি দেও প্রভু।
Wednesday, October 1, 2008
Eid Mubarak
Tuesday, September 30, 2008
নিজের ঢোল নিজে বাজাই
আজ ৩০ সেপ্টেম্বর, আমার ২৬ বছর পূর্ন হলো। কাগজ কলমে যদিও ২৫।
জম্ন কথাঃ
আমার জম্ন মামা বাড়িতে ছোট্ট একটি ঘরে। যেই ঘরে আমার মায়ের ও জম্ন হয়েছিল। জম্ন গত ভাগে আমি তুলা রাশির জাতক ও দেবগন। আমার জম্নের সময় গ্রহ গত কারনে বাম পার পাতা বাকা ছিল (এখন সম্র্পূন ভাল)। আমি ছিলাম আমার বংশের প্রথম পুত্র সন্তান।
বংশ পরিচয়ঃ
বংশ গত দিক দিয়ে আমি আলিমন গোত্রের কায়স্ত শীল। ঠাকুর দাদা ছিলেন কবি গানের সরদার। যাত্রা, কবি গান, পালা গান ইত্যাদি আমাদের রক্তের সাথে মিশে আছে। ঠাকুর দাদার সময় থেকে নামের উপাধি “শীল” এর পরিবর্তে “সরকার” ব্যবহার করে আসছি। পারিবারিক ভাবে আমরা “মা কালী” -এর উপাসক। প্রতি বছর মাঘী পূর্নিমার আগের রাতে গ্রামের বাড়িতে মার পূজা হয়।
আমরা ৩ ভাই-বোন। দিদি-আমি-বোন। আমাদের সবার নামের অক্ষর “র” থাকতে হবে।
বাবা: রবীন্দ্রনাথ সরকার, মা: রিতা রানী সরকার, দিদি: মাধবী রানী সরকার (রেখা), আমি: রাম কৃষ্ণ সরকার, বোন: শিখা রানী সরকার (রাধা)।
লেখা পড়াঃ
লেখা পড়ায় কখোনই ভাল ছিলাম না। পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু দরকার ততোটুকু হলেই খুশি। “সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়” থেকে প্রাথমিক পাশ করে ভর্তি হই “গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়” ১৯৯৯ সালে মাধ্যমিক শেষ করলাম। এইচএসসি “সলিমূল্লা ডিগ্রী কলেজ” এবং বিবিএস “সরকারি শহিদ সোহরাওর্দী কলেজ” থেকে পাশ করলাম সেটা ২০০৪ সালের এর কথা।
চাকরি জীবনঃ
এসএসসি পাশ করে প্রথম শিক্ষক হিসাবে চাকরি জীবন শুরু করলাম। তখন একটি মাত্র ছাত্র পড়াতাম। বেতন শুরু হলো ৩০০ টাকা থেকে। প্রথম আয় ভাবতে ভালই আগতো। বিবিএস পড়ার সময় ২য় চাকরি এটা সর্ম্পকে আগেই বলেছে। এটা ছিল আমার কাছ একটা সপ্নের মত। তারপর যোগ দিলাম গাজীপুরের একটি টেক্সটাইল মিল এ। তারপর ২০০৭ এ বর্তমান “টাইগার আইটি বাংলাদেশ লিঃ”-এ।
শখঃ
সময়ের সাথে সাথে শখ গুলো কেমন যেন বদলে গেছে। একসময় ডাকটিকিট, মূদ্রা সংগ্রহ করা ছিল আমার প্রীয় একটি বিষয়। তারপর শুরু হলো গান সংগ্রহ করা। প্রচুর অডিও কেছেট কিনেছিলাম যা এখন বস্তা বন্ধি অবস্থায় আছে। তারপর শুরু হলো জাদু শিখা। একসময় দেখলাম অনেক জাদু শিখে গেছি। এখন ভাল লাগে ঘুরতে, গান শুনতে, বাচ্চাদের সাথে সময় কাটাতে।
ভবিষ্যত পরিকল্পনাঃ
এখন যে সপ্ন টা মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, আমাদের গ্রামের বাড়িতে বড় ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলা যেখানে কাজ করবে শত শত অসহায় ছাত্র-ছাত্রী। কারন আমি মনে করি বাংলাদেশের জন্য ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশা পাশি হাতে কলমে কিছু শিখা। যা পরবর্তী জীবনে কাজে লাগবে।
বেশ কয়েক দিন যাবত ভাবতেছি লেখার জন্য। তারপর ও অনেক কথা বলতে গিয়েও কেন যেন আটগে গেল। পরে এক সময় লিখতে হবে।
------------------
রাম কৃষ্ণ সরকার (বাপ্পী)
মোবইলঃ- +৮৮০-১৭১৫৭৯৫৫৬৩
Email:- shbappy |at| gmail |dot| com
Localization এর কাজ
আজ প্রথম Localization এর কাজ করলাম। অনেক আগে একবার করেছিলাম তবে খুব অল্প। আপাতত আমার কাজ শুধু ইংরেজী থেকে বাংলা অনুবাদ করা। অঙকুর এর সাথে জড়িত প্রায় ৩ বছর। তার সুবাদে মাঝে মাঝ এমন দু-একটা কাজ করার সুজোগ হয়। ভাবতে ভাল লাগে আমার অনুবাদ করা শব্দ বাচ্চারা ব্যবহার করে কম্পিউটার চালাবে।
একসময় সফ্টওয়ার সম্র্পকে জানতে গেলে অন্যদের সাথে আমার নাম টা সবাই দেখতে পাবে এই আশাতে আছি।
Friday, September 26, 2008
আমার কিছু ছবি
১. নিমাকস্
২. লালবাগ কেল্লা ভ্রমন
৩. মার পূজা
৪. গ্রামের বাড়ি
৫. SSC 1998
৬. যখন আমি ছোট...........
Monday, September 22, 2008
Facebook, Friendship ও আমি.........
আমরা মানুষ, আমাদের পরিবারের সদস্যদের বাইরে যাদের সাথে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করি সে হচ্ছে বদ্ধু। সমাজে বাস করতে হলে অনেক ধরনের মানুষের সাথে নানা ভাবে পরিচয় ঘটে। সবাই বদ্ধু হয় না।
শিশু শ্রেনী খেকে ডিগ্রী জীবনের দীর্ঘ সময় পার করে এসেছি লেখাপড়ার জন্য। পরিচয় হয়েছে নানা ধরনের, নানা ধর্মের ছেলে-মেয়ে দের সাখে। জীবনে চলার পখে অনেকেই আজ আমার জীবন খেকে ঝরে গেছে। অনেকের সাথে সম্পর্ক টিকে আছে এখনও।
ছোটকাল থেকে আমি কম কথা বলতে ভালবাসি। যাদের পছন্দ হয়না তাদের সাখে মনখেকে মিশতে পারি না। যার কারনে আমার পরিচিত মানুষের সংখা কম কারন মাঝে মাঝে নিজেকেই আমি পছন্দ করতে পারি না।
“ফেসবুকে” যারা আমার বদ্ধু তালিকায় আছে তাদের বেশীর ভাগই চাকরির সুবাদে পূর্ব পরিচিত। তার বাইরেও বেশ কয়েকজন এর সাথে পরিচয় হয়েছে। ভাল লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে তাদের খোজ খবর রাখতে। সবচেয়ে বেশী কষ্ট পাই যখন কেও আমাকে ভুল বুঝে। আমি চাই আমার পরিচিত আছে তাদের সব সময় হাসি খুশি রাখতে।
আজ অনেকের নাম আমার বদ্ধু তালিকা খেকে বাদ দিলাম।
Friday, September 5, 2008
প্রীয় নায়ক সালমান শাহ
আগামীকাল ৬ ই সেপ্টেম্বর প্রায় ১২ বছর আগে এই রকম একদিনে বাংলাদেশের একটি ছেলের মৃত্যূ হয়। যাকে আমরা “নায়ক সালমান শাহ” নামে বেশী জানি। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
সিনেমা দেখার শখ আমর ছোট বেলা খেকে। প্রতি বছর বার্ষীক পরীক্ষার পর আমাদের বাসাতে ৭ খেকে ১০ দিনের জন্য ভিসিআর আনা হতো। আমি মূলত ভারতের মিঠুন চক্রবর্তী বড় ভক্ত ছিলাম। তার “Disco Dancer” ছবিটি আজ আমার কাছে দেখতে ভাল লাগে।
৯০ দশক এর মাঝামাঝি দিককার কথা আমি মাঝে মাঝে সিনেমা হলে ছবি দেখতে যেতাম। সেই সুবাদে সালমান শাহ-এর ও দু-চারটা ছবি দেখার সুজোগ আমার হয়েছিল। তবে তার মৃত্যুর পর দেখা হয়েছে বেশী।
আজ তার স্বরনে লিখতে বসে ১৯৯৬ সালের ৬ ই সেপ্টেম্বর এর কথা কিছুটা মনে পরছে।
সম্ভবত বিকালের দিকে আমার এক কাকীকে এসে বলছে সালমান শাহ মারা গেছে। আমার কাকী ছিল সালমান শাহ এর কঠিন ভক্ত। পরে বিটিভি খবরে শুনলাম ও দেখলাম আসল ঘটনা।
তখন একটা বিষয় ভেবে অবাক হতাম অনেকের হয়তো মনে আছে তার অনেক ভক্ত তার মৃত্যুর খবর পেয়ে আত্যহত্যা করেছিল। মজার বিষয় হচ্ছে আমিও তার কিছু গান, ছবি কিনেছিলাম। আমার মনে আছে আমার কাছে প্রায় ৭০-৮০ টার মত ছবি ছিল। দুঃখের কথা হচ্ছে এখন আমার কাছে ৫-৭ টার বেশী নাই।
আমরা আসলে ভাল লোক বেচে থাকলে তার সম্মান দেই না। আমার মনে হয় তার মৃত্যুর পর তার অভিনিত ছবি মানুষ বেশি দেখেছে।
তার আত্নার শান্তিকামনায়।
Wednesday, September 3, 2008
আজ আমার জম্নদিন
এস,এস,সি রেজিট্রেশন এর সময় আমার ২ টা ভুল হয়। আমাকে তখন বলা হয়েছিল এটা কম্পিউটার ভুল করেছে। তখন বুঝেনি আসলে কম্পিউটার নয় আমাদের মত হাত-পা আছে এমন এক ধরনের জীব। যারা সরকারী চাকরী পায় তাদের মামাদের জোরে। এই ভুল টা আমাকে আজীবন বয়ে বেরাতে হবে। আমাকে এখন নামের বানান সঠিক করে ভুল টাই লিখতে হয়। এর ফলে কত যে সমস্যায় পরতে হয় আমার মত যারা তারাই বুঝতে পারবেন।
সবাই আমার জন্য আর্শিবাদ ও দোয়া করবেন আমি যেন এই পৃথিবীকে ভাল কিছু উপহার দিতে পারি।
Monday, September 1, 2008
Auto Run Option বন্ধ করা
Windows XP Professional একটি Auto Run Option আছে। CD, DVD,
যা করতে হবেঃ- Start > Run-এ কিক করুন৷ তারপর রান উইন্ডোতে gpedit.msc লিখে Ok করলে Group Policy চালু হবে৷ সেখানের বাম দিকের প্যানেল থেকে User Configuration > Administrative Templates > System যেতে হবে। এবার সেখান থেকে Turn off Autoplay লেখা ফাইলে ডবল ক্লিক করলে Turn off Autoplay Properties উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Enable লেখা রেডিও বাটনকে সিলেক্ট করে তার নিচে আসা Turn off Autoplay on: লেখার পাশের ড্রপডাউন মেনু থেকে All Drives সিলেক্ট করে Ok করে বের হয়ে আসুন৷
এখন আর CD, DVD, Pen Drive ব্যবহার করার সময় Auto Run Option চালু হবে না।