Windows XP Professional একটি Auto Run Option আছে। CD, DVD,
যা করতে হবেঃ- Start > Run-এ কিক করুন৷ তারপর রান উইন্ডোতে gpedit.msc লিখে Ok করলে Group Policy চালু হবে৷ সেখানের বাম দিকের প্যানেল থেকে User Configuration > Administrative Templates > System যেতে হবে। এবার সেখান থেকে Turn off Autoplay লেখা ফাইলে ডবল ক্লিক করলে Turn off Autoplay Properties উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Enable লেখা রেডিও বাটনকে সিলেক্ট করে তার নিচে আসা Turn off Autoplay on: লেখার পাশের ড্রপডাউন মেনু থেকে All Drives সিলেক্ট করে Ok করে বের হয়ে আসুন৷
এখন আর CD, DVD, Pen Drive ব্যবহার করার সময় Auto Run Option চালু হবে না।
No comments:
Post a Comment