কাগজ কলমে আজ আমার জম্নদিন।গত প্রায় ১২ বছর আগে এই তারিখ টার সৃষ্টি। অনেকেই এস,এস,সি পরীক্ষায়ার রেজিট্রেশন এর সময় বয়স কমিয়ে দেন। এটাকে আমি Certificate Birthday হিসাবে পালোন করি। আর আমার মা মাধ্যোমে আমি পৃথিবীর আলো দেখি ৩০ সেপ্টেম্বর ১৯৮২ ইং (বাংলা ১২ ই আশ্বিন ১৩৮৯)।
এস,এস,সি রেজিট্রেশন এর সময় আমার ২ টা ভুল হয়। আমাকে তখন বলা হয়েছিল এটা কম্পিউটার ভুল করেছে। তখন বুঝেনি আসলে কম্পিউটার নয় আমাদের মত হাত-পা আছে এমন এক ধরনের জীব। যারা সরকারী চাকরী পায় তাদের মামাদের জোরে। এই ভুল টা আমাকে আজীবন বয়ে বেরাতে হবে। আমাকে এখন নামের বানান সঠিক করে ভুল টাই লিখতে হয়। এর ফলে কত যে সমস্যায় পরতে হয় আমার মত যারা তারাই বুঝতে পারবেন।
সবাই আমার জন্য আর্শিবাদ ও দোয়া করবেন আমি যেন এই পৃথিবীকে ভাল কিছু উপহার দিতে পারি।
Wednesday, September 3, 2008
আজ আমার জম্নদিন
Labels:
Personal
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
happy birthday (Certificate)
ReplyDeleteshubo jonmodin...
ReplyDeletevalo thakun.....
boro hon........
prithibi ke valo kisu den.......