আজ শুক্রবার, অফিসে তেমন কোন কাজ নাই। বসে বসে ৬০ টার মতো ছবি Scan করলাম। বেছে বেছে ৬ টা ভাগে ভাগ করে blog এ দিলাম।
১. নিমাকস্
২. লালবাগ কেল্লা ভ্রমন
৩. মার পূজা
৪. গ্রামের বাড়ি
৫. SSC 1998
৬. যখন আমি ছোট...........
Friday, September 26, 2008
আমার কিছু ছবি
Labels:
Personal
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment